![](https://dainikbayanno.com/storage/b-r-t-a-pic.jpg)
“ড্রাইভিং লাইসেন্স করি, নিরাপদ সড়ক গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় ১০ থেকে ১২ ফেব্রুয়ারী ৩ দিন ব্যাপী ড্রাইভিং লাইসেন্স ক্যাম্পেইন এর উদ্বোধন করেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মহিউদ্দিন জাহাঙ্গীর।
দূর্ঘটনা এরাতে ও নিরাপদ সড়ক গড়তে ক্ষেতলাল উপজেলা প্রশাসনের আয়োজনে, বিআরটিএ, জয়পুরহাটের সহযোগীতায়, উপজেলা পরিষদ মিলনায়তনে ক্যাম্পেইনের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স সেবা জনগনের দোরগোড়াই পৌছে দেয়াই এ ক্যাম্পেইন এর লক্ষ।
উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত এর সভাপতিত্বে ক্যাম্পেইন এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভুমি) জিন্নাতুল আরা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডা. আতিকুর রহমান আতিক, অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম, সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) বিআরটিএ আব্দুল্লাহ আল মামুন, মটরযান পরিদর্শক রামকৃষ্ণ পোদ্দার প্রমুখ।
বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ