![](https://dainikbayanno.com/storage/untitled-3-104.jpg)
ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিয়ে নানা প্রস্তুতির মধ্যে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি-ইউএনডিপিসহ ১৮টি উন্নয়ন সহযোগী রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন।
এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন ইসির সঙ্গে উন্নয়ন সহযোগীদের একসঙ্গে নিয়ে এটা প্রথম বৈঠক। বৈঠকে নির্বাচন কমিশনার - আনোয়ারুল ইসলাম সরকার, আবদুর রহমানেল মাসুদ, বেগম তহমিদা আহমদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।
ইসি জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম জানান, মঙ্গলবার বেলা ১১টায় নির্বাচন ভবনে বৈঠকটি শুরু হয়েছে । এতে ইউএনডিপিসহ ১৮টি উন্নয়ন সহযোগী জাপান, যুক্তরাজ্য, ইতালি, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, স্পেন, কানাডা, জার্মানি, চীন, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, ফ্রান্স, দক্ষিণ কোরিয়া, ইইউ, যুক্তরাষ্ট্র, তুরস্ক প্রতিনিধি রয়েছে।
এদিকে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে ইউএনডিপি ইতোমধ্যে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে কারিগরি সহযোগিতা দিচ্ছে। হার্ডওয়্যার, সফটওয়্যার, প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন, যোগাযোগ, এসডিজির লক্ষ্যমাত্রা আছে, সেগুলোতে সহায়তা করবে ইউএনডিপি। ইউরোপীয় ইউনিয়নও আগামী নির্বাচনে সহযোগিতা দেওয়ার বিষয়ে আশ্বস্ত করেছে।
গত ২৪ নভেম্বর নাসির উদ্দীনের নেতৃত্বে পাঁচ সদস্যের নতুন নির্বাচন কমিশন শপথ নেয়।
চলমান সংস্কারের মধ্যে এ বছরের ডিসেম্বর বা আগামী বছরের জুনের মধ্যে ত্রয়োদশ সংসদ নির্বাচনের পরিকল্পনার কথা জানিয়েছে অন্তবর্তী সরকার। তবে, বিএনপিসহ রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে দ্রুত ভোট করার জোর দাবি রয়েছে।
বায়ান্ন/এমএমএল/পিএইচ