খাগড়াছড়িতে প্রাকৃতিক ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় কর্মপরিকল্পনা প্রণয়ন মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারী) জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, অতিরিক্ত জেলা প্রশাসক হাসান মারুফ, বিভাগীয় বন কর্মকর্তা মোঃ ফরিদ মিঞা, খাগড়াছড়ি প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক সমির মল্লিক সহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধি।
বক্তরা বলেন, জেলা সদর,মাটিরাঙ্গা, দীঘিনালা, রামগড় মহালছড়ি,লক্ষীছড়িসহ বিভিন্ন উপজেলা গুলোতে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আধারে চলে পাহাড় নিধনের মহাযজ্ঞ। পাহাড় খেকোদের এ নিষ্ঠুরতায় দিন দিন বিপর্যয়ের দিকে যাচ্ছে আগামী প্রজন্ম। তাই আগামী প্রজন্মকে সুন্দর বাঁচাতে হলে পাহাড় কাটা বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের পাশাপাশি নিয়মিত মামলা দায়ের করার দাবি জানানো হয়।
সভায় বক্তরা আরো বলেন, এ শুষ্ক মৌসুমে পাহাড় কাটা বন্ধের পাশাপাশি সবুজ বনভূমি ধ্বংস করে ও অবাধে শিকারের কারণে মায়া হরিণ,ধনেশসহ বনের বিভিন্ন প্রজাতির পাখি বিলুপ্ত হয়ে যাচ্ছে। তাই জীববৈচিত্র্য রক্ষায় বনখেকোদের দৌরাত্ম ও কাঠ পোড়ানো বন্ধে বন বিভাগ’কে অভিযান পরিচালনার অনুরোধ জানিয়েছেন পরিবেশবাদীরা।
এসময়, উপস্থিত ছিলেন, সকল প্রশাসনের কর্মকর্তা,পরিবেশবাদী, গণমাধ্যমকর্মীসহ সচেতন মহলের ব্যক্তিবর্গ প্রমূখ।
বায়ান্ন/এসএ