ঢাকা, সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

খালেদা ও তারেক জিয়ার কারণে তত্ত্বাবধায়ক সরকার বির্তকিত হয়েছে- এস এম কামাল হোসেন

বগুড়া প্রতিনিধিঃ | প্রকাশের সময় : রবিবার ৪ জুন ২০২৩ ১০:১১:০০ পূর্বাহ্ন | রাজনীতি

 

 বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) এস এম কামাল হোসেন বলেছেন, খালেদা জিয়া ও তারেক জিয়ার কারণে তত্ত্বাবধায়ক সরকার বির্তকিত হয়েছে। তাদের এক ঘেয়েমির কারণে মার্কিন রাষ্ট্রদূত বলেছিলেন তত্ত্বাবধায়ক সরকার বির্তকিত। ওদের ব্যর্থততার কারণে, দুর্নীতির কারণে, ভোট চুরির কারণে আজকে বাংলাদেশে ১/১১ তৈরী হয়েছিল। বিএনপির সকল ষড়যন্ত্রের মোকাবেলা করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশে আর তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে না। নির্বাচন হবে বর্তমান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। মির্জা ফখরুলরা বগুড়াকে বিএনপির ঘাঁটি বললেও সেটি এখন আর নেই। বগুড়ায় বিএনপিকে আর খুঁজে পাওয়া যায় না। বগুড়ার মানুষরা স্বাধীনতার পক্ষে মুক্তিযুদ্ধের পক্ষে ও নৌকার পক্ষে। তাঁরা আগামীতে নৌর্কা মার্কায় ভোট দিবেন। 

শনিবার বিকেলে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার বাসষ্ট্যান্ড চত্বরে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে তৃণমুল পর্যায়ে নতুন সদস্য সংগ্রহ, পুরাতন সদস্য নবায়ন এবং বগুড়া-৬ (সদর) আসনে জাতীয় সংসদ নির্বাচনে নব নির্বাচিত সংসদ সদস্য রাগেবুল আহসান রিপুকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু বগুড়া-৬ সদর আসনের নব নির্বাচিত সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু।

দুপচাঁচিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমদাদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন নবাব, অধ্যক্ষ শাহাদাত আলম ঝুনু, দপ্তর সম্পাদক আল রাজি  জুয়েল, মহিলা বিষয়ক সম্পাদক নাসরিন রহমান সীমা, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট তবিবর রহমান তবি, জেলা আওয়ামী লীগের সদস্য আশরাফুল ইসলাম মন্টু, আনোয়ার হোসেন, রুহুল মুমিন তারিক, কামরুল হুদা উজ্জ্বল, আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম খাঁন রাজু, কাহালু উপজেলা আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন কবিরাজ, শাজাহানপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু, দুপচাঁচিয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বেলাল হোসেন,  জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক রাশেকুদুজ্জামান রাজন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মাইদুল ইসলাম জয় প্রমুখ।