খুলনায় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে ‘শেখ বাড়ি’। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে নগরীর ২৩ শেরে বাংলা রোডে অবস্থিত শেখ হাসিনার পাঁচ চাচাতো ভাইদের বাড়ির সামনে ছাত্র-জনতা অবস্থান নিয়ে ভাঙচুর শুরু করেন। পরে দুটি বুলডোজার নিয়ে প্রথমে বাড়ির প্রধান ফটক ও বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দেওয়া হয়।
এসময় আন্দোলনকারীরা শেখ হাসিনা, আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনা জেলার যুগ্ন-আহবায়ক কদরুল হোসেন বলেন, এই বাড়িটি ছিল খুলনার আরেকটি লুটপাট আর দুর্নীতিবাজদের আশ্রয়স্থল। তারা গত ১৬ বছর যাবৎ খুলনার সাধারণ মানুষের ওপর অত্যাচার নিপীড়ন করেছে। এই বাড়িতে এসে খুলনার সব দপ্তরের টেন্ডারের নিয়ন্ত্রণ হতো। তারা মানুষের ওপর জুলুম নির্যাতন করতো।
তিনি বলেন, এই বাড়িটি ছিল খুলনা বিভাগের অপকর্মের মূল কেন্দ্র বিন্দু। আমরা এই স্বৈরাচারের কোন নাম নিশানা রাখতে চাইনা।
ময়লাপোতা এলাকায় অবস্থিত ‘শেখ বাড়ি’ ছিল খুলনায় আওয়ামী লীগের রাজনীতির কেন্দ্রবিন্দু। এই বাড়িতে হাসিনার চাচাতো ভাই সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন সহ শেখ সোহেল উদ্দিন, শেখ জুয়েল, শেখ রুবেল ও শেখ বেলাল থাকতেন।
এ সময় বাড়ির সামনে অনেকেই ভিড় করেছে। এর আগে ৪ ও ৫ আগস্ট দফায় দফায় শেখ বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছিল। বুধবার বিকাল থেকে খুলনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাধিক সমন্বয়ক তাদের ফেসবুক পোষ্টে শেখ বাড়ির আস্তানা ভেঙ্গে দাও গুড়িয়ে দেও পোষ্ট দেয়া হয়।
এর আগে ছাত্রসমাজের উদ্দেশ্যে শেখ হাসিনার অনলাইন ভাষণের ঘোষণা আসার ঘটনায় এর পাল্টা কর্মসূচি দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। খুলনাসহ দক্ষিণাঞ্চলের ক্ষমতার কেন্দ্রে থাকা শেখ বাড়ি ভাঙচুরের জন্য ‘বুলডোজার মিছিলের’ ডাক দেন তারা।
বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ