খুলনা জেলার দিঘলিয়া উপজেলায় জায়গা জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে মোঃ আসাবুর শেখ (৪০) নিহত হয়েছেন।
এই ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন মোঃ টুটুল শেখ ও নুর ইসলাম। এরা সম্পর্কে পুত্র ও পিতা।
দিঘলিয়া থানার ওসি রিপন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন,নআজ বৃহস্পতিবার সকাল পৌনে ৯ টার দিকে এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আজ সকালে উপজেলার ২ নম্বর ওয়র্ডের বাসিন্দা ইখতিয়ার শেখের ছেলে আসাবুর জমিজমা সংক্রান্ত বিষয়ের জের ধরে একই এলাকার জনৈক নুর ইসলামের নাতনি সোহাগী (০৬) কে মারধর করে।
এ ঘটনার জের ধরে নুর ইসলামের ছেলে টুটুল শেখ, কামাল শেখ ও শাহাজালাল শেখ রাম দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আসাবুরকে জখম করে।
পরে এলাকাবাসী এসে আসাবুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে, সংঘর্ষের সময় শাহাজালাল শেখ এবং কালাম শেখ আহত হওয়ায় তাদেরকে চিকিৎসার জন্য দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।
সংঘর্ষের পর দিঘলিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে মোঃ টুটুল শেখ ও নূর ইসলামকে গ্রেফতার করেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।