ঢাকা, রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

গণপরিবহণে অর্ধেক ভাড়ার দাবীতে বিক্ষোভে শিক্ষার্থীরা

সাহেনা আক্তার, চট্টগ্রাম : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২৫ নভেম্বর ২০২১ ০৪:৩২:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

গণপরিবহনে অর্ধেক ভাড়ার দাবিতে চট্টগ্রামে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। গতকাল দুপুরে নগরীর ষোলশহর এলাকায় শত-শত শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রর্দশন করলে এসময় ষোলশহর ২নং গেইটসহ আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। জানা গেছে, দীর্ঘদিন ধরে গণপরিবহণে অর্ধেক ভাড়ার দাবী জানিয়ে আসছে শিক্ষার্থীরা। কিন্তু বিষয়টির সুরাহা না হওয়ায় তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ কারণে তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভে নেমেছে বলে জানিয়েছেন, বিক্ষোভরত শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, গণপরিবহনে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ার দাবিতে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি। আমাদের সাথে একমত পোষন করে ছাত্র ফ্রন্টসহ কয়েকটি বাম ছাত্র সংগঠন যুক্ত হয়ে বিক্ষোভে নেমেছে।

তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, যে কোনও দাবি নিয়ে আন্দোলন করা আমাদের গণতান্ত্রিক অধিকার। কিস্তু আমরা মিছিল করতে চাইলে, পুলিশ আমাকে ছত্রভঙ্গ করে দিচ্ছে। এতে করে আমাদের গণতান্ত্রিক অধিকার হরণ করা হচ্ছে। আন্দোলনরত ছাত্রদের অভিযোগ পুলিশ অন্যায়ভাবে আমাদের ওপর লাঠিচার্জ করে এবং সাইফুর রুদ্র, মিরাজ উদ্দিনসহ কয়েকজনকে আটক করে নিয়ে যায়। তবে শিক্ষার্থীদের বিক্ষোভ থেকে কাউকে আটক করা হয়নি বলে জানিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) আরাফাতুল ইসলাম বলেন, রাস্তা অবরোধ করে তারা আন্দোলন করছিল। পুলিশ সেখান থেকে তাদের সরিয়ে দেয়। তাদের আন্দোলনের কারণে যান চলাচলে বাধা সৃষ্টি হয়। তাই তাদের রাস্তা থেকে সরে যেতে অনুরোধ করা হয়। এসময় কাউকে আটক করা হয়নি।