গোলাপগঞ্জে মোবাইল কোর্টের অভিযানে ৬ জনকে ৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে এ অভিযানে নেতৃত্ব দেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী মান্নান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিত চৌধুরী। এসময় সড়ক পরিবহন আইন ২০১৮ ও ড্রাগ আইন ১৯৪০ এর আওতায় তাদের জরিমানা করা হয়।
জানা যায়, গোলাপগঞ্জ বাজার, চৌমুহনী ও দাড়িপাতন চত্বর এলাকায় ট্রাক-পিকআপ চালকদের বৈধ লাইসেন্স না থাকায় ৫ জনকে ২৫’শ এবং পিজিশিয়ান স্যম্পল বিক্রির দায়ে একটি ফার্মেসীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ সদস্য সাথে ছিলেন।
এ ব্যপারে গোলাপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিত চৌধুরী বলেন, ইউএনও মহোদয়ের নেতৃত্বে আমরা অভিযানে নামি। এসময় বৈধ লাইসেন্স না থাকায় এবং ফার্মেসীতে বিক্রয় নিষিদ্ধ পিজিশিয়ান স্যম্পল পাওয়ায় জরিমানা আদায় করা হয়। বিভিন্ন ফার্মেসীতে রেজিষ্টার্ড ফার্মাসিস্ট না থাকায় আমরা তাদেরকে সতর্ক করি এবং দ্রæত রেজিষ্টার্ড ফার্মাসিষ্ট নিয়োগ দেওয়ার জন্য নির্দেশনা দেই। আমাদের এই অভিযান নিয়মিত অব্যহত থাকবে।