সিলেটের গোয়াইনঘাট উপজেলায় নৌকা ডুবে এক যুবক নিখোঁজ রয়েছেন। নিখোঁজ হওয়া যুবকের নাম মোহাম্মদ সাদাত হোসেন। তিনি উপজেলার ফতেহপুর ইউনিয়নের ফতেহপুর ১ম খন্ড গ্রামের শিব্বির আহমদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোহাম্মদ সাদাত হোসেন সহ দুই বন্ধু মিলে ছোট্ট একটি নৌকা নিয়ে কাপনা নদীতে ঘুরতে আসেন। দুই বন্ধু ঘুরতে ঘুরতে সন্ধ্যা ঘনিয়ে আসলে তারা কাপনা নদী হয়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওয়ানা হন। কাপনা নদীতে প্রবল স্রোতের কারণে লংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় আসার পর তাদের নৌকা ডুবে যায়। তাদের চিৎকার শুনে স্থানীয়রা ফতেহপুর ১ ম খন্ড গ্রামের ইলিয়াস মিয়ার ছেলে রাসেল আহমদকে উদ্ধার করলেও মোহাম্মদ সাদাত হোসেন এখনো নিখোঁজ রয়েছেন।
নিখোঁজ মোহাম্মদ সাদাত হোসেনের বড় ভাই ও হাকুর বাজার উচ্চ বিদ্যালযের সহকারী শিক্ষক শওকতুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।