ঢাকা, রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

চকরিয়ায় ফাঁকা গুলি ছুঁড়ে বসতবাড়িতে ঢুকে সন্ত্রাসীদের হামলা; নগদ টাকা-স্বর্ণালংকার লুট

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি : | প্রকাশের সময় : মঙ্গলবার ১৭ অক্টোবর ২০২৩ ১০:৫০:০০ পূর্বাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন
কক্সবাজারের চকরিয়ায় ফাঁকা গুলি ছোঁড়ে ভীতি প্রদশর্ন করে দরজা ভেঙে বসতবাড়িতে ঢুকে হামলা চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে একদল সন্ত্রাসী। 
 
এসময় বাধা দেওয়ায় অন্তঃসত্ত্বা গৃহকর্ত্রীকে মারধর ও শ্লীলতাহানির চেষ্টা করে।গত রাত দেড়টার দিকে উপজেলার চিরিংগা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড পূর্ব সওদাগর ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
 
এ ঘটনায় আক্রান্ত পরিবারের গৃহকর্ত্রী স্থানীয় ইউছুপ আলীর স্ত্রী ইরান আক্তার বাদী গতকাল সোমবার ১৫ জনের বিরুদ্ধে চকরিয়া থানায় লিখিত এজাহার জমা দিয়েছেন। 
 
এজাহারে বাদী ইরান আক্তার দাবি করেন,  বসতঘরে স্বামীর অনুপস্থতিতে বাড়ির মালামাল লুটের উদ্দেশ্যে রোববার  রাত দেড়টার দিকে চিরিংগা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড পূর্ব সওদাগরঘোনা এলাকার শামসুল আলমের ছেলে নেজাম উদ্দিনের নেতৃত্বে ১৫-২০ জনের সন্ত্রাসী দেশীয় তৈরি বন্দুক, কিরিচ ও লোহার রড় নিয়ে সন্ত্রাসী কায়দায় ফাঁকা গুলি ছোঁড়ে বসতঘরের  দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। 
 
এসময় বাধা দেওয়ায় আমার পরিবারের নারী ও ছোট ছেলে মেয়েদের মারধর করে। 
একপর্যায়ে অস্ত্রধারীরা অস্ত্রের মুখে সবাইকে জিন্মি করে বাড়ির ভেতরে  আলমারির তালা ভেঙ্গে নগদ ৫০ হাজার টাকা, ২ ভরি ওজনের স্বর্ণালংকার ও ফ্রীজসহ বিভিন্ন মালামাল লুট করে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে। 
সন্ত্রাসীরা যাওয়ার সময় টিনের টিনের চালা, ঘেরাবেড়া দা দিয়ে কেটে ও ভাংচুর করে। এলাকাবাসী অভিযোগ করেছেন, অভিযুক্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে ডাকাতি, হত্যা, অস্ত্র ও বন আইনে একাধিক মামলা রয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন , এ ঘটনায় একটি লিখিত এজাহার পেয়েছি। এব্যাপারে তদন্তপূর্বক জড়িতদের বিরুদ্ধে প্রযোজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।