ঢাকা, রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

চট্টগ্রামের সরাইপাড়ায় হেলে পড়েছে একটি ৩তলা ভবন

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : মঙ্গলবার ৫ ডিসেম্বর ২০২৩ ০৬:২২:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন
 
চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানার সরাইপাড়া এলাকায়  মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে একটি ৩ তলা ভবন হেলে পড়ার ঘটনা ঘটে।
 
সরেজমিনে জানা যায়, তিনতলা ওই ভবনের পাশের আরেকটি ভবনের মাঝে ৬ ইঞ্চি গ্যাপ (ফাঁকা) ছিল আগে। এখন সেই গ্যাপটা আর নেই। তবে হেলে যাওয়া তিনতলা ভবনে ফাটল বা তেমন কিছু এখনো দেখা যায়নি।” খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধার দল ঘটনাস্থলে পৌঁছে ভবনের বাসিন্দাদের সরিয়ে নিচ্ছেন।
 
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আবদুর রাজ্জাক প্রতিবেদককে জানান, তিন তলা ভবনটির পাশে গয়নার ছড়া খাল খননের কাজ চলছিল। তাতে ভবনটির নিচের মাটি সরে গেছে।
সকাল থেকে মহানগরীর পাহাড়তলী সরাইপাড়ায় ড্রেনের কাজ চলছিল। এ সময় হঠাৎ ওই ৩ তলা ভবনটি হেলে পড়ে। এ ঘটনার পরই ভবনের বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট।তিনি আর ও জানায়,হেলে যাওয়া ওই ভবনে ছয়টি পরিবার বসবাস করেন। নগরীর জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় ওই খাল খননের কাজ চলছিল বলে প্রাথমিকভাবে জানতে পেরেছেন তারা।
 
তিনি আরো জানান, এখনই ভবনটি থেকে লোকজনকে সরানো হচ্ছে না। প্রকৌশলীরা দেখার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
 
এর আগে ২৫ নভেম্বর নগরীর অক্সিজেনের রউফাবাদ এলাকায় একটি ৪ তলা ভবন হেলে পড়ে। এ নিয়ে জেলা প্রশাসনের একটি তদন্ত কমিটি গঠন করা হলেও এখন পর্যন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়নি।