ঢাকা, বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ৭ই অগ্রহায়ণ ১৪৩১

চট্টগ্রামে অক্সিজেন-কুয়াইশ সড়কে অবৈধ যান চলাচলে বিশৃঙ্খলা

মো. এনামুল হক লিটন, চট্টগ্রাম | প্রকাশের সময় : বুধবার ২০ নভেম্বর ২০২৪ ১২:৫০:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম নগরের অক্সিজেন-কুয়াইশ সংযোগ সড়ক ও আশপাশের এলাকায় অবৈধ যান চলাচল, পাকিং, বেপরোয়া ফুটপাত দখলে যানজটসহ নানা বিশৃঙ্খলায় অতিষ্ঠ হয়ে উঠেছে উক্ত এলাকার ব্যবসায়ী, বাসিন্দা, যানবাহন চালক ও যাত্রী সাধারণ। 

অভিযোগ রয়েছে, এসব এলাকায় নগরীতে চলাচল নিষিদ্ধ প্রায় দুই শতাধিক গ্রাম সিরিয়ালের সিএনজি ট্যাক্সি চলাচল করছে প্রকাশ্যে বিনা বাধায়। এছাড়া আশপাশের অলিগলিতে আরও পাঁচ শতাধিক ব্যাটারি চালিত রিকশা চলাচল করছে। ফলে ব্যস্ততম এ সড়কটিতে সকাল থেকে রাত অবধি তীব্র যানজট লেগেই থাকে। যানজটের কবলে আটকা পড়ে গাড়িতে বসে ঘন্টার পর ঘন্টা বিরক্তিকর সময় কাটাতে হচ্ছে অফিস, আদালত ও স্কুল-কলেজগামী যাত্রীদের। এতে করে মানুষের ভোগান্তি দিনদিন বেড়েই চলেছে। 

বুধবার (২০ নভেম্বর) সরেজমিনে অক্সিজেন এলাকা ঘুরে দেখা গেছে, অক্সিজেন মোড়ের দুই পাশের সড়কে অর্থ্যাৎ অক্সিজেন-মুরাদপুরমুখী ও অক্সিজেন-ষোলশহর ২নং গেটমুখী টিকটিকি টেম্পুর অবৈধ ষ্টেশনে প্রায় ৫০টিরও অধিক টেম্পু দাঁড়িয়ে যাত্রী নিচ্ছেন। এছাড়া অক্সিজেন কাঁচা বাজার মোড় থেকে কুয়াইশ সংযোগ সড়কে চলাচলরত গ্রাম সিরিয়ালের সিএনজি ট্যাক্সি চালকরা কাঁচা বাজার মোড় থেকে দীর্ঘ আধা কিলোমিটার সড়কের উপর লম্বা সাড়িতে গাড়ি দাড় করিয়ে যাত্রী তুলছেন। 

অপরদিকে কাঁচা বাজার থেকে শহীদ নগর সড়কে চলাচল করছে আরও শতাধিক চলাচল নিষিদ্ধ অবৈধ ব্যাটারি চালিত রিকশা। এসব রিকশাগুলো কাঁচাবাজার মোড় ও অক্সিজেন লোহার পুল এলাকায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকে। এসব কারণে পুরো অক্সিজেন এলাকায় যানজট-বিশৃঙ্খলা লেগেই থাকে। আশপাশের স্কুল-কলেজগামী ছাত্রীদের পথ চলতে বিড়ম্বনার শিকার হতে হয়। এছাড়া পাশ্ববর্তী গার্মেন্টস ছুটি হলে, পোশাক কারখানার মহিলা শ্রমিকরা এসব পথ ধরে চলতে গিয়ে নানা ভোগান্তিতে পরে। 

অভিযোগ রয়েছে, এসব গ্রাম সিরিয়ালের সিএনজি ট্যাক্সি ও ব্যাটারি চালিত রিকশা চলাচলকে ঘিরে স্থানীয় একটি সিন্ডিকেট জড়িত থাকায় ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পায় না। তাই স্থানীয় জনসাধারণ ও ভুক্তভোগীরা এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী নজরদারী কামনা করেছেন। 

এ প্রসঙ্গে জানতে চাওয়া হলে অক্সিজেন এলাকার ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) সুশোভন চাকমা বলেন, যানজট-বিশৃঙ্খলারোধে আমাদের চেষ্টার কোনো কমতি নেই। 

নগরীতে চলাচল নিষিদ্ধ ব্যাটারি রিকশা ও গ্রাম সিরিয়ালের সিএনজি ট্যাক্সি প্রসঙ্গে তিনি বলেন, যেসব ব্যাটারি রিকশা এবং গ্রাম সিএনজি ট্যাক্সি মূল সড়কে আসে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি।

বায়ান্ন/প্রতিনিধি/একে