ঢাকা, রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

চট্টগ্রামে ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে টানা দুই দিন হরতালের প্রথম দিন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : | প্রকাশের সময় : রবিবার ১৯ নভেম্বর ২০২৩ ০৫:৩২:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

আগামী ৭ জানুয়ারি ভোটের তফসিল ঘোষণার প্রতিবাদে আজ রবিবার ভোর ৬টা থেকে বিএনপি-জামায়াত ৪৮ ঘণ্টার হরতাল সারাদেশে হরতাল চলছে। এর আগে ৩১শে অক্টোবর ১ দিনের হরতাল পালিত হওয়ার  পর পর ১০ দিনের অবরোধ চলার পর তফশীল ঘোষনার প্রতিবাদে দ্বিতীয় দফায় ২ দিনের হরতাল ডাকে বিএনপি ও শরিকদলগুলো। রাস্তায় বিএনপি ও শরিকদলগুলোর কোন মিছিল মিটিং ও পিকেটিং দেখা না গেলেও আওয়ামীলীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগ ও যুবলীগের শান্তি সমাবেশ ও শান্তি মিছিল করতে দেখা যায়।

চট্টগ্রাম নগরে  হরতাল ঢিলাঢালাভাবে পালন হলেও দুরপাল্লার গাড়ি চলছে কম। হরতালের কোন প্রভাব পড়েনি স্কুল কলেজ ব্যাংক-বীমাসহ অন্যান্য অফিস আদালতের কার্যক্রমে। তাদের কার্যক্রম চলছে আগের মতোই। হরতালের আগের দিন রাত নয়টায় চট্টগ্রামের বহদ্দারহাট বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে খবর পেয়ে ফায়ার স্টেশনের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্র জানায়, নগরীর বহদ্দারহাট বাস টার্মিনাল এলাকায় একটি বাসে আগুন দেওয়া হয়। বাসটি যাত্রীবাহী ছিল। আগুনের খবর পেয়ে কালুরঘাট ফায়ার স্টেশনের দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের চট্টগ্রামের উপসহকারী পরিচালক মো. আবদুর রাজ্জাক বলেন, একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে। তবে কেউ হতাহত হননি। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বহদ্দারহাট টার্মিনালের কাছে ফ্লাইওভারের রাস্তার পাশে দাঁড় করানো ছিল বাসটি। এতে কোন যাত্রী ছিল না। এ সময় হঠাৎ বাসটিতে আগুন জ্বলে উঠতে দেখে মানুষ ভিড় করেন। 

এছাড়াও কর্ণফুলীতে ইঞ্জিন থেকে আগুন লেগে একটি মিনিট্রাক আগুনে পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (১৮ নভেম্বর) রাতে উপজেলার মইজ্জ্যেরটেক ইউনুস মার্কেটের ফুট ওভারব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।