ঢাকা, বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪, ১৩ই অগ্রহায়ণ ১৪৩১

চট্টগ্রাম মেডিকেল কলেজে ২৩ ঘন্টার ব্যবধানে দুই দালাল আটক

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : সোমবার ২৭ নভেম্বর ২০২৩ ০৮:০৭:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আসা রোগীদেরকে বাইরে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করানোর কথা বলে আলো দাস ওরফে রত্না (৪০)  ও রোগী ও রোগীর স্বজনদের হয়রানির অভিযোগে মো. আশরাফ শামীম (২৬) নামে  অতিরিক্ত টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই দালালকে আটক করেছে পুলিশ।

রোববার দুপুর সোয়া ১টার দিকে চমেক হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে থেকে আশরাফ শামীমকে আটক করা হয়। সে নগরীর হালিশহর থানার মুন্সিপাড়া নুর খান চৌধুরী বাড়ির মৃত ইউনুসের ছেলে। ২৪ ঘন্টার ব্যবধানে আজ সোমবার (২৭ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে চমেক হাসপাতালের গাইনি বহির্বিভাগ থেকে রত্নাকে আটক করা হয়। আটক রত্না নগরীর পাঁচলাইশ থানা এলাকার কাপাসগোলা বাবু কলোনির মৃত নারায়ন দাসের স্ত্রী।

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক বলেন, রোগীর পরীক্ষা-নিরীক্ষা বাইরে থেকে করানোসহ রোগী ও রোগীর স্বজনদের হয়রানির অভিযোগ রয়েছে এই চক্রের বিরুদ্ধে। চমেক গাইনি বহির্বিভাগে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তাদেরকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। দালাল চক্রদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যহত রয়েছে।