ফুলবাড়িয়া কলেজ জাতীয়করণ আন্দোলনে ২৭ নভেম্বর শহীদ অধ্যাপক আবুল কালাম আজাদ, শহীদ ছফর আলী ও বৈষম্যবিরোধী আন্দোলনে অত্র কলেজে স্নাতক(সম্মান) শ্রেণির মেধাবী শিক্ষার্থী শহীদ রিদওয়ান হোসাইন সাগর স্মরণে বৃহস্পতিবার শোক সভা ও দোয়া অনুষ্ঠান উপলক্ষে কলেজ পরিবারের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ নভেম্বর) অত্র কলেজের শিক্ষক মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন,সহযোগী অধ্যাপক হেলাল উদ্দিন, সহযোগী অধ্যাপক আজাহারুল ইসলাম, সহযোগী অধ্যাপক রুহুল আমীন, সহযোগী অধ্যাপক নূরুল ইসলাম, সহযোগী অধ্যাপক মো: রুহুল আমীন, সহযোগী অধ্যাপক মো: আব্দুল মতিন, সহযোগী অধ্যাপক ইকবাল হোসেন, সহযোগী অধ্যাপক এ এস এম
মাহবুবুল শামীম, সহযোগী অধ্যাপক খাইরুল ইসলাম সহ অন্যান্য শিক্ষক বৃন্দ।
অধ্যক্ষ ডক্টর গোপাল চন্দ্র সরকার বলেন, ২০১৬ সালে আজকের এই দিনে কলেজ জাতীয়করনের আন্দোলনে অধ্যাপক আবুল কালাম আজাদ ও পথচারী ছফর আলী শাহাদাত বরণ করেন। সাড়ে পাঁচ লক্ষ জনতার প্রাণের স্পন্দন এই ফুলবাড়িয়া কলেজ। সাবেক অধ্যক্ষ নাছির উদ্দীন সাহেবের অসহযোগিতা ও পরিকল্পিত বিরোধিতার জন্য কলেজটি জাতীয়করন হয়নি। এর পিছনে অন্যতম কারণ হিসেবে আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সাবেক এমপি মোসলেম উদ্দিনের নাম আসে ।
কলেজে জাতীয়করনে আমরা সরকারের বিভিন্ন পর্যায়ে জেলা, বিভাগীয় ও মন্ত্রনালয়ে তথ্য সরবরাহ করেছি। সামাজিক যোগাযোগ মাধ্যম ও পত্র পত্রিকার মাধ্যমে কলেজটি জাতীয়করনের সহযোগিতা করার আহবান জানান। বৈষম্যবিরেধী আন্দোলনে মেধাবী শিক্ষার্থী শহীদ রিদওয়ান হোসাইনের পরিবারকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ৩ লক্ষ টাকা ও জুলাই ফাউন্ডেশনের পক্ষ থেকে ৫ লক্ষ টাকা অনুদান দেওয়া হয়েছে। চেক বিতরণের সময় মর্মাহত এক হৃদয়বিদারক ঘটনার সাক্ষী হয়েছিলাম পরিবারের কান্নার আহাজারিতে।
শহীদদের স্মরণে বৃহস্পতিবার ২৮ নভেম্বর শোক র্যালী, জাতীয় পতাকা উত্তোলন, শোক সভা ও দোয়া অনুষ্ঠিত বলে উল্লেখ করেন।
বায়ান্ন/প্রতিনিধি/পিএ