ঢাকা, রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

চারটি বিসিএস ও ৮০৩ এসআই নিয়োগ বাতিলের আহ্বান বিএনপির

রিয়াদ হাসান, ঢাকা: | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৭ অক্টোবর ২০২৪ ০৩:৪৯:০০ অপরাহ্ন | রাজনীতি

বর্তমান অন্তর্র্বতী সরকারকে সহযোগিতা এবং প্রশাসনিক শুদ্ধতা ফিরিয়ে আনার লক্ষ্যে বিএনপি ৪৩তম বিসিএস-এর নিয়োগ বাতিলসহ ৪৪, ৪৫ ও ৪৬তম বিসিএস পরীক্ষার প্রক্রিয়া সম্পূর্ণরূপে বন্ধ করার দাবি জানিয়েছে। একই সঙ্গে ৮০৩ জন সাব-ইন্সপেক্টর (এসআই) এবং ৬৭ জন সহকারী পুলিশ সুপার (এএসপি) নিয়োগও বাতিলের দাবি জানিয়েছে দলটি।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এক সংবাদ সম্মেলনে এ দাবি তুলে ধরেন। তিনি বলেন, "আওয়ামী লীগ সরকার তাদের দলের পিএসসি ও অন্যান্য প্রশাসনিক নিয়োগ প্রক্রিয়ায় দলীয়করণ করে যাচ্ছে। অতীতে ২৭তম বিসিএস নিয়োগ বাতিল করে নতুনভাবে পরীক্ষা নেওয়ার নজির আছে। আমরা দাবি করছি, এই সরকার যে প্রক্রিয়ায় বিসিএস ক্যাডার ও পুলিশের নিয়োগ করছে, তা রাষ্ট্রের জন্য অত্যন্ত বিপজ্জনক।"

তিনি আরও বলেন, "৪৩তম বিসিএসে ২০৬৪ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে, যাদের নিয়োগ প্রক্রিয়ায় কোনো সঠিক যাচাই-বাছাই হয়নি। ৪৪, ৪৫ ও ৪৬তম বিসিএসের প্রক্রিয়াগুলোও একইভাবে প্রশ্নবিদ্ধ। আওয়ামী লীগের পক্ষপাতিত্বমূলক নিয়োগের কারণে প্রশাসনের শুদ্ধতা হুমকির মুখে পড়েছে।"

পুলিশে ৮০৩ জন এসআই এবং ৬৭ জন এএসপি নিয়োগের বিষয়ে সালাহউদ্দিন বলেন, "এসব নিয়োগের মধ্য দিয়ে পুলিশ বাহিনীতে দলীয় আধিপত্য বিস্তারের চেষ্টা চলছে। আমরা জানতে পেরেছি, এই নিয়োগপ্রাপ্তদের অধিকাংশই ছাত্রলীগের সদস্য। তাদের নিয়োগ বাতিল না হলে আগামী দিনে পুলিশের মধ্যে দলীয়করণ আরও দৃঢ় হবে, যা দেশ ও জনগণের জন্য ক্ষতিকর।"

তিনি আরও বলেন, "আমরা অন্তর্র্বতীকালীন সরকারের সফলতা কামনা করি এবং তাদের সহযোগিতা করতে চাই। তাই এ ধরনের পক্ষপাতমূলক নিয়োগ প্রক্রিয়া নিয়ে আমরা জনগণের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে রাষ্ট্রীয় প্রশাসন দলীয় প্রভাবমুক্ত হয়।"

 

বায়ান্ন/রিয়াদ/শাহেদ