ঢাকা, মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ৫ই অগ্রহায়ণ ১৪৩১

মন্দির থেকে চুরি হওয়া শিবলিঙ্গটি টাঙ্গাইল থেকে উদ্ধার, যুবক গ্রেফতার

মোঃ আব্দুল হাফিজ, ময়মনসিংহ ব্যুরো | প্রকাশের সময় : মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪ ০৯:৩৬:০০ পূর্বাহ্ন | দেশের খবর

ময়মনসিংহ শহরের থানাঘাট এলাকায় অবস্থিত শত বছরের ঐতিহ্যবাহী শিব মন্দিরে রক্ষিত প্রায় কোটি টাকা মূল্যের শিবলিঙ্গটি গত ১৭ নভেম্বর বেলা অনুমান ২ টা হতে ৪ টার মধ্যে অজ্ঞাতনামা চোর চুরি করে নিয়ে যায়।

কোতোয়ালী থানা পুলিশ এক বিশেষ সাঁড়াশি অভিযান চালিয়ে চুরি হওয়া শিবলিঙ্গটি চুরির মাত্র ৬ ঘন্টার মধ্যে চোরসহ টাংগাইল থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। 

এ ঘটনায় গতকাল কোতোয়ালী মডেল থানা পুলিশ গতকাল বেলা ১১ টায় থানা ক্যাম্পাসে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে। অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম খান সাংবাদিকদেরকে জানান,  শিবলিঙ্গ চুরির ঘটনা কোতোয়ালী মডেল থানা পুলিশ অবহিত হয়ে জেলা পুলিশ সুপারকে সঙ্গে সঙ্গে অবহিত করা হয়। 

পুলিশ সুপারের নির্দেশনায় কোতোয়ালী থানায় ওই দিনই ৪৫৪/৩৮০ ধারায় ৪৩নং মামলা রুজু করা হয়। মামলার বাদী হচ্ছেন থানাঘাট শিব মন্দিরের পুরোহিত দুলাল ভট্টাচার্য। পুলিশ সুপারের নির্দেশনায় কোতোয়ালী থানার একটি বিশেষ টিম তাৎক্ষণিকভাবে মূর্তি উদ্ধারের জন্য অভিযান পরিচালনা করেন। 

অভিযান পরিচালনা কালে শিবলিঙ্গটি চুরির সময় সিসি ক্যামেরা ফুটেজ ধরে রিক্সা ও রিক্সার ড্রাইভারকে সনাক্ত করেন এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে শিবলিঙ্গটি টাংগাইল জেলার সদর থানাধীন দাইন্না চৌধুরী বাগিল এলাকায় রয়েছে মর্মে অবহিত হয়ে ঘটনার ৬ ঘন্টার মধ্যে চুরিতে জড়িত প্রশান্ত কর্মকার (৩৩) কে গ্রেফতার করা হয় এবং তার হেফাজত থেকে চুরি হওয়া মূর্তি উদ্ধার করা হয়। 

পুলিশ জানায় প্রশান্ত মূর্তি চুরির কথা স্বীকার করে পুলিশের নিকট স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। প্রেস ব্রিফিংকালে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম খান এর সাথে এ সময়ে উপস্থিত ছিলেন ওসি তদন্ত মোঃ সাইফুল ইসলাম, সেকেন্ড অফিসার এস.আই আনোয়ার হোসেন ও মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই অসিম। অফিসার ইনচার্জ আরও জানান মন্দিরের পুরোহিত শিবলিঙ্গটির মূল্য ১ কোটি টাকা হবে বলে জানিয়েছেন।