ঢাকা, শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ২রা অগ্রহায়ণ ১৪৩১

চোখ খুলে দেখলাম কুনু ভাই

এমএ রহিম, সিলেট: | প্রকাশের সময় : মঙ্গলবার ২৫ অক্টোবর ২০২২ ০২:৪৫:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

২০০১ সালের ফেব্রæয়ারি মাসের কথা। হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালের আইসিইউতে ভর্তি। প্রিয়জনরা যাচ্ছেন হাসাপাতালে। খবর নিচ্ছেন। কিন্তু কেউ দেখা করতে পারছেন না। কারণ আইসিইউ হাসপাতালের সংরক্ষিত এলাকা। এখানে প্রবেশে কড়াকড়ি রয়েছে।

শরীরের অবস্থা নাজুক। এই চোখ খুলি। আবার বন্ধ হয়ে যায়। একদিন দুপুর বেলা। কপালে একটি হাতের স্পর্শ অনুভব করলাম। চোখ খুলতেই দেখলাম কুনু ভাই। পাশে আছেন দক্ষিণ সুরমা উপজেলা জাতীয় পার্টির আহŸায়ক কমিটির সদস্য সচিব তাজ উদ্দিন আহমদ এপলু। মনটা অনেকটা ভালো হয়ে গেল। আলহাজ কুনু মিয়া সিলেট জেলা জাতীয় পার্টির বর্তমান আহŸায়ক। কয়েক মিনিট পর তাঁরা আমার শিয়র ছেড়ে চলে গেলেন।

পেশাগত কারণে ১৯৯৭ সালে পরিচয় ঘটে কুনু ভাইয়ের সাথে। ব্যবসায়ীক কারণে লন্ডনে চলে গেলে যোগাযোগ বন্ধ থাকত। দেশে এলে প্রায় দিন রাজনৈতিক আড্ডায় সামিল হতাম। দীর্ঘ ২৫ বছরেও কোনোদিন মন খারাপ দেখেনি কুনু ভাইয়ের।

আলহাজ কুনু মিয়া সিলেটের রাজনৈতিক অঙ্গনে পরিচিত মুখ। জাতীয় পার্টির তৃণমূল কর্মীদের ভরসাস্থল ছিলেন তিনি। দুর্দিনে কুনু মিয়ার কাছে গিয়ে কেউ খালি হাতে ফিরেননি। কিন্তু কুনু মিয়ার এই সহযোগিতা রয়ে যেত অনেকটা গোপন।

দক্ষিণ সুরমা জাতীয় পার্টির আহŸায়ক কমিটির সদস্য সচিব তাজউদ্দিন আহমদ এপলু জানালেন, ছাত্র রাজনীতি থেকে পরিচয়। প্রায় সময় ছুটে যেতেন কুনু ভাইয়ের বাসভবনে। সেখানে ঘন্টার পর ঘন্টা রাজনৈতিক আড্ডা হতো। সবাই মন খুলে আলোচনায় অংশ নিতে পারতেন। রাতের খাবার অনেক সময় এক টেবিলে খেয়েছেন। সিলেট জাতীয় পার্টির দুর্দিনের কান্ডারি বলা যায় কুনু ভাইকে। হঠাত করে তিনি চলে গেলেন-ভাবতেও কষ্ট হচ্ছে বলে জানালেন এপলু।

রোববার সাতসকালে জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শাব্বির আহমদের ফেইসবুক পোস্ট থেকে জানতে পারি কুনু ভাই আর নেই। লন্ডনের একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ২৩ অক্টোবর ইন্তেকাল করেছেন। মনটা খারাপ হয়ে গেল। কুনু ভাই আপনার জন্যে মহান সৃষ্টিকর্তার দরবারে দোয়া রইল।