দুর্বৃত্তদের আগুনে পুড়ে ছাই স্বপ্নের নতুন গাড়ি।যে স্বপ্ন দেখেছিলেন জাগির আহাম্মদ প্রকাশ জাগির মিস্ত্রি।নিজে রাজমিস্ত্রী হয়েও সমাজের মানুষের সেবার জন্য ৬ লক্ষ টাকায় ঘরে কিনে এনেছিলেন চকচকে নতুন একটি সিএনজি।একদিকে গাড়িটি চালিয়ে ড্রাইভার ছগিরের অভাব দূর হবে অন্যদিকে এলাকার মানুষেরা সেবা পাবে।এমন স্বপ্ন দেখেছিলেন জাগির মিস্ত্রি।কিন্তু সেই স্বপ্ন বেশিদিন দেখার সুযোগ হলো না।দুর্বৃত্তরা বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা গাড়িতে আগুন লাগিয়ে পুড়ে ছাই করে দিলো নতুন গাড়িটি।ভেঙ্গে দেওয়া হলো জাগির মিস্ত্রির স্বপ্ন।বন্ধ করে দেওয়া হলো চালক ছগিরের উপার্জনের মাধ্যম ও এলাকার অসুস্থ রোগীদের সেবা করার স্বপ্ন।
গত বৃহস্পতিবার রাতে সাতকানিয়ার কাঞ্চনায় জাগির মিস্ত্রির নিজ বাড়িতে রাখা নতুন গাড়িটিতে আগুন লাগিয়ে পুড়ে দেয় দুর্বৃত্তরা।এমনটাই অভিযোগ জাগির ও স্থানীয়দের।
জাগির আহাম্মদ (প্রকাশ জাগির মিস্ত্রি) উপজেলার কাঞ্চনা ৩নং ওয়ার্ডের দারোগা পাড়ার বাসিন্দা।তিনি পেশায় একজন রাজমিস্ত্রী।
দীর্ঘদিন ধরে গাড়িটির চালক ছগির একটি গাড়ি নিয়ে দেওয়ার অনুরোধ জানালে সিএনজিটি ক্রয় করা হয়।গাড়ি ক্রয় থেকে শুরু করে রোড পারমিটসহ আনুষঙ্গিক কাজগুলো করতে ৬ লক্ষ টাকা ব্যয় হয় জাগিরের।গাড়িটি দিয়ে অসুস্থ রোগীদের ফ্রি সেবার কথা ঘোষণা দিয়েছেন জাগির মিস্ত্রি।এরমধ্যে রাতে জাগির মিস্ত্রির পরিবার ঘুমিয়ে গেলে রাত আনুমানিক ২ টা থেকে ৩ টার সময় গাড়িটি আগুনে পুড়ে ছাই করে দেয় দুর্বৃত্তরা।সকালে ঘুম থেকে উঠে জাগির মিস্ত্রি দেখেন তার স্বপ্নের নতুন গাড়িটি পুড়ে ছাই হয়ে গিয়েছে।
গাড়ির মালিক জাগির আহাম্মদ জানান, কৃষি ব্যাংক থেকে তিন লক্ষ টাকা ঋণ নিয়ে মোট ছয় লক্ষ টাকায় গাড়িটি নিয়েছি।রাত প্রায় দেড়টার সময় আমরা ঘুমিয়ে পড়ি।সকালে উঠে দেখি গাড়ি পুড়ে ছাই করে ফেলেছে।
স্থানীয় বাসিন্দা রবিউল হোসেন বলেন, গাড়িটি ওনি নিয়েছিলেন মূলত সামজিক কাজের জন্য।গাড়িটি কিনে এনে আমাদের বলেছিল এটা আমি সামাজিক কাজে ব্যবহার করবো।গর্ভবতী রোগী ও অতিরিক্ত অসুস্থ রোগীদের ফ্রি তে সেবা দিব।আমরাও খুশি হয়েছিলাম।এলাকায় একটা গাড়ি পেলাম এবং বিপদে আপদে সুবিধা হবে।কিন্তু কে বা কারা আগুনে পুড়ে দিলো।আমরা দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তি চাই।
স্থানীয় আরেক বাসিন্দা জানান, বাড়ির চারপাশে ওয়াল দেওয়া।ধারণা করা যাচ্ছে দেওয়াল পার হয়ে এসে তারা আগুন লাগিয়ে দিয়ে চলে যায়।
স্থানীয় এক গাড়ির চালক জানায়,গাড়িতে কিছু পাউডার পাওয়া গেছে।ব্লিসিং পাউডার।পাউডারটা দিয়ে গাড়িটি পুড়ে ফেলা হয়েছে।
গাড়ির মালিক জাগির আহাম্মদের ছেলে সাজ্জাদ বলেন, আব্বুর গাড়িটি পুড়ে ফেলেছে।আব্বু বারবার শুধু মোবাইলে তোলা গাড়ির ছবির দিকে থাকিয়ে থাকছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান রমজান আলী জানান, ঘটনাটি আমি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখেছি।ঘটনাটি যে বা যারা করেছে তারা মানুষ নয়।
এই বিষয়ে জানার জন্য সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রিটন সরকারের মুঠোফোনে যোগাযোগ করা হলে জরুরি কাজে থাকায় কথা বলা সম্ভব হয়নি।
জানা যায়, মূলত এলাকার মানুষের সেবার উদ্দেশ্যে গাড়িটি ক্রয় করেছিলেন তিনি।স্বপ্ন দেখেছিলেন গর্ভবতী নারীদের রাতে দিনে হাসপাতালে পৌঁছাবেন ফ্রিতে।এতে খুশি হয়েছিল এলাকাবাসীও।কিন্তু রাতের আঁধারে গাড়িটি পুড়িয়ে দিয়ে সব স্বপ্ন ভেঙ্গে চূর্ণবিচূর্ণ করে দিলো দুর্বৃত্তরা।