সিলেটের জাফলংয়ে বেড়াতে আসা নারী পর্যটকদের উপর হামলা চালিয়ে মারধর করেছে উপজেলা প্রশাসনের টোল কাউন্টারে নিযুক্ত স্বেচ্ছাসেবকরা। এ ঘটনায় সিলেটজুড়ে নিন্দার ঝড় উঠলে পুলিশ গ্রেফতার করেছে ৫ জনকে।
বৃহস্পতিবার (৫ মে) দুপুর দুইটার দিকে টিকেট কেনাকে কেন্দ্র করে নারী পর্যটকদের উপর এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় ও পর্যটকরা জানায়, সিলেট থেকে একটি পরিবার জাফলংয়ে বেড়াতে আসেন। এসময় জাফলং ট্যুরিস্ট স্পটে প্রবেশে উপজেলা প্রশাসনের টোল কাউন্টারে ফি দেয়া নিয়ে কথা কাটাকাটি হয় সেখানকার নিযুক্ত স্বেচ্ছাসেবকদের। এর জের ধরে নারী-পুরুষসহ ৬ পর্যটকের হামলা চালায় কয়েকজন স্বেচ্ছাসেবক।
স্থানীয় কয়েকজন ব্যক্তি এসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে লাইভ করেন। এতে দেখা যায়, কাউন্টারে থাকা স্বেচ্ছাসেবকরা লাঠি দিয়ে পর্যটকদের পেটাচ্ছেন ।
তাদের আত্মচিৎকারে আরও কয়েকজন পর্যটক এগিয়ে এসে তাদের উদ্ধার করেন। হামলার সময় স্থানীয় প্রশাসনের কোনো লোকজন সেখানে অবস্থান করছিলো না।
সিলেট জেলা ট্যুরিস্ট পুলিশ ও গোয়াইনঘাট থানা পুলিশ জানায়, বিষয়টি জানার পর তারা সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করেছেন। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
হামলাকরী ৫ জন আটক
সিলেটের জাফলংয়ে পর্যটকদের উপর মূল হামলাকারী দুই স্বেচ্ছাসেবকসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।
মূল হামলাকারী দুই স্বেচ্ছাসেবককে বরখাস্ত করা হয়েছে। একইসাথে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে। গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাহমিলুর রহমান ওই তথ্য জানিয়েছেন।
আটককৃরা হলেন- গোয়াইঘাটের পন্নগ্রামের মৃত রাখা চন্দ্রের পুত্র লক্ষ্মণ চন্দ্র দাস (২১), ইসলামপুর গ্রামের বাবুল মিয়ার পুত্র মো. সেলিম আহমেদ (২১), নয়াবস্তি এলাকার ইউসুফ মিয়ার পুত্র সোহেল রানা, পশ্চিম কালীনগর গ্রামের মৃত আব্দুল কাদিরের পুত্র নাজিম উদ্দিন, ইসলামপুর রাধানগর গ্রামে মৃত সিরাজ উদ্দীনের পুত্র জয়নাল আবেদীন।
সিলেট রেঁস্তোরা মালিক সমিতি নিন্দা
সিলেটের জাফলংয়ে পর্যটকদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ রেঁস্তোরা মালিক সমিতি, সিলেট জেলা শাখা।
সংগঠনের সিলেট জেলা শাখার সভাপতি খালেদ আহমদ ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান সিদ্দিকী মুক্তা প্রেরিত এক বার্তায় এ হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানোর পাশাপাশি পর্যটকদের সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি আহবান জানান নেতৃবৃন্দ।
জাফলংয়ে প্রবেশে টাকা লাগবে না
সিলেটের পর্যটনকেন্দ্র জাফলংয়ে টিকিট নিয়ে বাকবিতণ্ডার জেরে পর্যটকদের মারধরের ঘটনার পর আগামী এক সপ্তাহ এই পর্যটন স্পটে প্রবেশে কোনো টিকিট লাগবে না বলে ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকালে এ ঘোষণা দেন জেলা প্রশাসক মো. মজিবর রহমান।
এসময় তিনি জানান, ওই হামলার ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাদের দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়েছে।
পর্যটকদের নিরাপত্তায় আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে জানিয়ে ডিসি বলেন, ‘পর্যটকদের নিরাপত্তার জন্য পুলিশ, টুরিস্ট পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। ঈদ উপলক্ষে আগামী সাত দিন জাফলংয়ের প্রবেশ ফি ফ্রি করা হয়েছে। এ সংক্রান্ত নির্দেশনা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আমি দিয়েছি। এছাড়াও এ ঘটনার সঠিক তথ্য দিয়ে ইউএনও-কে ঘটনাস্থলে গিয়ে রিপোর্ট করতে নির্দেশ দিয়েছি।’