ঢাকা, রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

জাবির নতুন প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম

জাবি প্রতিনিধি : | প্রকাশের সময় : মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪ ০৮:১৪:০০ অপরাহ্ন | শিক্ষা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম।
 
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর ) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয় ।
 
অফিস আদেশে বলা হয়, পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলমকে যোগদানের তারিখ হতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাময়িকভাবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে নিয়োগ করা হলো। তিনি প্রচলিত নিয়মে সুবিধাদি ভোগ করবেন।
 
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত অন্য এক অফিস আদেশের মাধ্যমে তিন শিক্ষককে সহকারী প্রক্টর হিসেবে নিয়োগের বিষয়টি জানানো হয়। তারা হলেন উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শামীমা নাসরিন জলি, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ রেজাউল রকিব এবং গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো. আল আমিন খান যোগদানের তারিখ হতে ০২ (দুই) বছরের জন্য সহকারী প্রক্টর নিয়োগ করা হলো। তাঁরা প্রচলিত নিয়মে সুবিধাদি ভোগ করবেন।
 
প্রক্টরের দায়িত্ব পেয়ে অধ্যাপক রাশিদুল আলম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষাকে ধারণ করে আমি বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করব। এছাড়াও ৭ আগস্ট সাবেক প্রক্টর অধ্যাপক আলমগীর কবির পদত্যাগ করার পর যেসকল অপ্রীতিকর ঘটনা ঘটেছে সেগুলোর বিষয়েও তদন্ত করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। বিশ্ববিদ্যালয়ের মধ্যে যাতে অনিয়মতান্ত্রিক কর্মকাণ্ড না হয় সেদিকে খেয়াল রাখব। এজন্য সকল শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক এবং বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টজনের সহযোগিতা কামনা করছি। 
 
প্রসঙ্গত, গত ৭ আগস্ট তারিখে ভার্চুয়ালী অনুষ্ঠিত সিন্ডিকেটে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক জনাব মো. রুবেলকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে নিয়োগ প্রদান করা হয়। তিনি ব্যক্তিগত কারণে উক্ত দায়িত্ব গ্রহণে অপারগতা প্রকাশ করায় পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলমকে প্রক্টর হিসেবে নিয়োগ করা হয় ।