ঢাকা, রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

জাবি শিক্ষার্থীদের উদ্যোগ, ‘রেড জুলাই’ ওয়েব পোর্টাল উন্মোচন

জাবি প্রতিনিধি : | প্রকাশের সময় : সোমবার ২ সেপ্টেম্বর ২০২৪ ১০:২৯:০০ অপরাহ্ন | শিক্ষা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কয়েকজন শিক্ষার্থীর সমন্বয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহতদের তালিকা সংরক্ষণের উদ্দেশ্যে ‘রেড জুলাই’ নামে একটি ওয়েব পোর্টাল উন্মোচন করা হয়েছে। 
 
রবিবার (১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পোর্টালটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়।
 
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আহসান লাবিবের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা পোর্টালের উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। 
 
জাবির জার্নালিজম ও মিডিয়া স্টাডিজ বিভাগের ৫০ ব্যাচের শিক্ষার্থী মালিহা নামলাহ বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধের পরও শহিদদের সঠিক তালিকা প্রণয়ন করা সম্ভব হয়নি। এর ফায়দা নিয়ে অনেক সুবিধাভোগী মুক্তিযোদ্ধা পরিচয় দেয়ার সুযোগ পেয়েছেন। আবার প্রকৃত মুক্তিযোদ্ধারা থেকে গেছেন উপেক্ষিত। এই আন্দোলনে যারা শহিদ হয়েছেন বা আহত হয়েছেন, তাদের গল্প আলাদা। ‘রেড জুলাই’ পোর্টালের মাধ্যমে তাদের সঠিক তথ্য সংগ্রহ করে ভবিষ্যতে সরকারের প্রদত্ত সুবিধা প্রকৃত ব্যক্তিদের কাছে পৌঁছানো সম্ভব হবে।
 
সমন্বয়ক আরিফ সোহেল বলেন, ঢাকায় জাহাঙ্গীরনগর ছিল আন্দোলনের সূতিকাগার। যখন ঢাকার অন্যান্য ক্যাম্পাসে হামলা চলছিল, তখন জাহাঙ্গীরনগরের ছাত্ররা প্রথমবারের মতো প্রতিরোধ গড়ে তোলে। সারাদেশ থেকে তথ্য সংগ্রহ করে এই পোর্টালের মাধ্যমে তাদের সর্বোচ্চ সরকারি ও বেসরকারি সহায়তা নিশ্চিত করা সম্ভব হবে।
 
অধ্যাপক আবু সাঈদ মো. মোস্তাফিজুর রহমান বলেন, ২৪ এর গণ অভ্যুত্থানে যারা নিহত ও আহত হয়েছেন, তাদের স্মরণীয় করে রাখতে ‘রেড জুলাই’ পোর্টালটি চালু করা হয়েছে। আমরা হাসপাতাল ও পরিবারের সাথে কথা বলে এবং বিভিন্ন পত্র-পত্রিকা ও লাইভ নিউজ থেকে প্রাপ্ত তথ্য ভেরিফাই করে আহত ও নিহতদের তালিকা সংগ্রহ করবো, যেন কোন ভুয়া তথ্য দিয়ে বিভ্রান্ত করা না হয়।
 
এদিকে গণকবরের সঠিক তথ্য সংগ্রহের বিষয়ে পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক জামাল উদ্দিন রুনু বলেন, পত্র-পত্রিকার করা প্রতিবেদনের সাহায্যে আমরা গণকবর সম্পর্কিত তথ্য সংগ্রহ করবো। কেউ যদি নিখোঁজ ব্যক্তির সম্পর্কে দাবি করে, তাহলে আমরা সেই তথ্য যাচাই করে ওয়েব পোর্টালে প্রকাশ করবো।
 
এসময় তিনি আরও বলেন, ‘রেড জুলাই’ পোর্টালের আইডিয়া শিক্ষার্থীদের মধ্য থেকে এসেছে। ডকুমেন্টেশন জরুরি, এবং এই ওয়েব পোর্টালের মাধ্যমে আমরা প্রতিটি ঘটনার পেছনের গল্প তুলে ধরার চেষ্টা করবো। তত্ত্বাবধায়ক সরকারের উচিত এই আন্দোলনে আহত ও নিহতদের জন্য পদক্ষেপ গ্রহণ করা এবং তাদের চিকিৎসার যথাযথ ব্যবস্থা করা।
 
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন আব্দুর রশিদ জিতু, অধ্যাপক, অধ্যাপক মাফরুহী সাত্তার, এবং অধ্যাপক সেলিমসহ প্রমুখ ।