এসএসসি ও দাখিল পরিক্ষার ফলাফল শুক্রবার ২৮ জুলাই ২০২৩ইং, সারাদেশে একসাথে প্রকাশিত হয়েছে। মৌলভীবাজার জুড়ী উপজেলার ১৬ টি মাধ্যমিক বিদ্যালয়ের মোট ১৯০৬ জন পরিক্ষার্থী ও দাখিল পর্যায়ে ৮ টি মাদরাসার ৩৯৮ জন পরিক্ষার্থী অংশগ্রহন করে। মোট পরিক্ষার্থীদের মধ্যে মাধ্যমিক পর্যায়ে ১২৯৭ জন ও দাখিল পর্যায়ে ১৬০ জন পরিক্ষার্থী উত্তীর্ন হয়েছে। মাধ্যমিক পর্যায়ে ৩৩ টি এবং দাখিল পর্যায়ে ০০টি A+ আসে।
মাধ্যমিক পর্যায়ে, জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ২১০ জনের মধ্যে ১৭৯ জন শিক্ষার্থী উত্তীর্ন হয়েছে পাসের হার ৮৫.২৪। A+পেয়েছে ১৮ জন শিক্ষার্থী।
মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৬৮ জনের মধ্যে ১০৯ জন উত্তীর্ণ হয়েছে, পাসের হার ৬৫.২৭। A+ পেয়েছে ৮ জন। জায়ফরনগর উচ্চ বিদ্যালয়ের ১৮৩ জনের মধ্যে ১৩৮ জন শিক্ষার্থী উত্তীর্ন হয়েছে, পাসের হার ৭৫.৪১। A + পেয়েছে ১ জন। নিরোদ বিহারী উচ্চ বিদ্যালয়ের ১৩০ জনের মধ্যে ৬৯ জন শিক্ষার্থী উত্তীর্ন হয়েছে, পাসের হার ৫৩.০৮। A + পেয়েছে ২ জন।ছোট ধামাই উচ্চ বিদ্যালয়ের ৯৪ জনের মধ্যে ৪৭জন শিক্ষার্থী উত্তীর্ন হয়েছে, পাসের হার ৫০.০০। ইনজাদ আলী উচ্চ বিদ্যালয়ের ১৬৩ জনের মধ্যে ৯৫ জন শিক্ষার্থী উত্তীর্ন হয়েছে, পাসের হার ৫৮.২৮। A + পেয়েছে ৩ জন। হোছন আলী উচ্চ বিদ্যালয়ের ৫৪জনের মধ্যে ৩৬ জন শিক্ষার্থী উত্তীর্ন হয়েছে পাসের হার ৬৬.৬৭। A+পেয়েছে ১ জন। মনোহর আলী উচ্চ বিদ্যালয়ের ৮০ জনের মধ্যে ৪১ জন শিক্ষার্থী উত্তীর্ন হয়েছে, পাসের হার ৫১.২৫। A+পেয়েছে ১ জন। শিলুয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ থেকর ৯৮ জনের মধ্যে ৪২ জন শিক্ষার্থী উত্তীর্ন হয়েছে, পাসের হার ৪২.৮৬। কচুরগুল উচ্চ বিদ্যালয়ের ৬৮ জনের মধ্যে ২৫ শিক্ষার্থী উত্তীর্ন হয়েছে, পাসের হার ৩৬.৭৬। পাতিলাসাঙ্গন উচ্চ বিদ্যালয়ের ১৩০ জনের মধ্যে ৬১ জন শিক্ষার্থী উত্তীর্ন হয়েছে, পাসের হার ৪৬.৯২। ফুলতলা উচ্চ বিদ্যালয়ের ২১৮ জনের মধ্যে ১৮৭ জন শিক্ষর্থী উত্তীর্ন হয়েছে পাসের হার ৮৫.৭৮। A+ পেয়েছে ২ জন। সাগরনাল উচ্চ বিদ্যালয়ের ১১৭ জনের মধ্যে ১১১ শিক্ষার্থী উত্তীর্ন হয়েছে, পাসের হার ৯৪.৮৭। A+ পেয়েছে ১জন।রাঘনা বটুলী উচ্চ বিদ্যালয়ের ১০৭ জনের মধ্যে ৭৯ জন শিক্ষার্থী উত্তীর্ন হয়েছে, পাসের হার ৭৩.৮৩। হাজি সোনা মিয়া উচ্চ বিদ্যালয়ের ৪৬ জনের মধ্যে ৪৪ জন উত্তীর্ন হয়েছে, পাসের হার ৯৫.৬৫। জীবনজ্যোতি নগর উচ্চ বিদ্যালয়ের ৩৯ জনের মধ্যে ৩৪ জন উত্তীর্ন হয়েছে। পাসের হার ৮৭.১৮। মোট অকৃতকার্য হয়েছেন ৬৩৭ জন শিক্ষার্থী।
মাদরাসার পর্যায়ে নয়াবাজার আহমদিয়া ফাযিল মাদরাসার ৬৫ জনের মধ্যে ৩৯ জন শিক্ষার্থী উত্তীর্ন হয়েছে, পাসের হার ৬০.০০। শাহখাকি মাদরাসার ৪১ জনের মধ্যে ১৬ জন শিক্ষার্থী উত্তীর্ন হয়েছে, পাসের হার ৩৯.০২। সাগরনাল দাখিল মাদরাসার ১৩১ জনের মধ্যে ৪১ জন শিক্ষার্থী উত্তীর্ন হয়েছে। জাঙ্গীরাই দাখিল মাদরাসা ৬৫ জনের মধ্যে ২৫ জন উত্তীর্ন হয়েছে, পাসের হার ৩৮.৪৬। নয়াগ্রাম দাখিল মাদরাসার ৩৩ জনের মধ্যে ১২ জন শিক্ষার্থী উত্তীর্ন হয়েছে, পাসের হার ৩৬.৩৬। জায়ফরনগর ইসলামিয়া দাখিল মাদরাসার ২০ জনেে মধ্যে ০৯ জন শিক্ষার্থী উত্তীর্ন হয়েছে, পাসের হার ৪৫.০০। শাহাপুর দাখিল মাদরাসার ২৭ জনের মধ্যে ১৫ জন শিক্ষার্থী উত্তীর্ন হয়েছে, পাসের হার ৫৫.৫৬। এম এ মুছাওয়ীর দাখিল মাদরাসার ১৬ জনের মধ্যে ০৩ জন শিক্ষার্থী উত্তীর্ন হয়েছে, পাসের হার ১৮.৭৫। মোট ২৩৮ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।