ঢাকা, সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

জৈন্তাপুরের ৫ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ

জৈন্তাপুর প্রতিনিধি : | প্রকাশের সময় : বুধবার ৫ জানুয়ারী ২০২২ ০১:০২:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

সিলেটের জৈন্তাপুর উপজলায় গত বছরের ২৮ নভেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে বিজয়ী ৫ চেয়ারম্যান শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জৈন্তাপুর উপজেলার ৫ ইউপি'র নির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম।

জৈন্তাপুর ইউনিয়ন'র চেয়ারম্যান মোঃ ফখরুল ইসলাম, দরবস্ত ইউপি'র চেয়ারম্যান বাহারুল আলম বাহার, চারিকাটা ইউপি'র চেয়ারম্যান মোঃ সুলতান করিম, ফতেপুর ইউপি চেয়ারম্যান মোঃ রফিক আহমদ ও চিকনাগুল ইউপি চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান চৌধুরী শপথ গ্রহণ করেন।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ'র সভাপতি কামাল আহমদ এবং উপজেলা নির্বাহী অফিসার নুসরাত আজমেরী হক। এদিকে আগামী বৃহস্পতিবার জৈন্তাপুর উপজেলার ৫ ইউপি'র নির্বাচিত সকল সদস্য ও সদস্যাদের শপথ গ্রহণ করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে।