ঢাকা, শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১

ঝিনাইদহে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

ঝিনাইদহ প্রতিনিধি: | প্রকাশের সময় : বুধবার ২৬ অক্টোবর ২০২২ ০২:০৫:০০ অপরাহ্ন | দেশের খবর
অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে ঝিনাইদহ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পোড়াহাটী ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম ওরফে হিরণের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকেলে দুদকের সমন্বিত কার্যালয় ঝিনাইদহের সহকারী পরিচালক বাদী হয়ে মামলাটি করেন।
 
মামলার এজাহার থেকে জানা যায়, হিরণের বিরুদ্ধে এক কোটি ৩৩ লাখ ৯৪ হাজার ৩৩৩ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
 
হিরণ ঝিনাইদহ জেলার সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়ন পরিষদে ১৯৮৮ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত এবং পরে ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন আসছেন। 
 
চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে নিজ নামে ও তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে ১৮ লাখ টাকার জমি এবং এক কোটি ২০ লাখ টাকা মূল্যমানের বাড়ি নির্মাণসহ মোট এক কোটি ৩৮ লাখ টাকার স্থাবর এবং প্রায় ২৩ লাখ টাকার অস্থাবর সম্পত্তি অর্জন করেছেন।
 
মামলার এজাহার থেকে আরও জানা যায়, হিরণ সম্পদ অর্জনের উৎস হিসেবে সম্মানিভাতা, গৃহ সম্পত্তি, কৃষি, জমি বিক্রিসহ বিভিন্ন খাত থেকে তার ৪৫ লাখ টাকা আয় পাওয়া যায় বলে জানিয়েছেন। একই সঙ্গে পারিবারিক ব্যয়সহ অন্য খাতে তার ব্যয় পাওয়া যায় ১৬ লাখ টাকা।
 
এদিকে আয়-ব্যয়ের হিসাব বাদ দিলে তার সঞ্চয় থাকে ২৯ লাখ টাকা। এর বিপরীতে তার স্থাবর ও অস্থাবর সম্পদ পাওয়া যায় মোট এক কোটি ৬১ লাখ টাকা। 
 
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান হিরণ জানান, একটি স্বার্থান্বেষী মহল দুদকের কাছে ভুল তথ্য দিয়েছে। আমি আইনিভাবে বিষয়টি মোকাবেলা করবো।