ঢাকা, সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

ঝিনাইদহে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

ঝিনাইদহ প্রতিনিধি: | প্রকাশের সময় : মঙ্গলবার ২৬ এপ্রিল ২০২২ ১০:৪১:০০ অপরাহ্ন | জাতীয়
ঝিনাইদহের কালীগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই ফজলুর রহমান (৭০) খুন হয়েছেন। মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় উপজেলার বারবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
 
নিহত ফজলুর রহমান উপজেলার বারবাজার ইউনিয়নের পিরোজপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে। অভিযুক্ত হাফিজুর রহমান ফজলুর রহমানের ছোট ভাই। তিনি পেশায় হোমিও চিকিৎসক।
 
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, পিরোজপুর গ্রামের ফজলুর রহমানের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে ছোটভাই হাফিজুর রহমানের বিরোধ চলে আসছিল। মঙ্গলবার দুপুরে ফজলুর রহমান ও হাফিজুর রহমানের বারবাজার এলাকায় একটি দোকানের জমি নিয়ে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে চেম্বারের টেবিলে থাকা একটি ছুরি দিয়ে হাফিজুরের বুকে আঘাত করেন। গুরুতর আহতাবস্থায় দুপুর দেড়টার দিকে তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
 
হাসপাতালের সার্জারি ওয়ার্ডের রেজিস্টার ডা. তাহমিদুর রহমান সাংবাদিকদের জানান, ফজলুর রহমানকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।
 
কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা বলেন, জমি নিয়ে বিরোধের কারণেই এ ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। দোষীদের গ্রেফতারে অভিযান চলছে।