ঝিনাইদহের সদর উপজেলায় একটি পিকআপভ্যানের ধাক্কায় আবদুস সামাদ (৬২) নামে সাবেক এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।
শুক্রবার (১৫ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের রাউতাইল পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুস সামাদ সদর উপজেলার বাজার গোপালপুর গ্রামের মৃত সোহরাব হোসেনের ছেলে। তিনি অগ্রণী ব্যাংকের সাবেক কর্মকর্তা।
আরাপপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, রাউতাইল এলাকায় মেয়ের বাড়ি থেকে সকালে হাঁটতে বেরিয়েছিলেন আবদুস সামাদ। সাড়ে ৬টার দিকে পল্লী বিদ্যুৎ অফিসের সামনে পৌঁছালে ঝিনাইদহ থেকে চুয়াডাঙ্গাগামী একটি দ্রুতগতির পিকআপভ্যান তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন আবদুস সামাদ।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ৭টার দিকে তিন মারা যান। ভ্যানচালককে খুঁজে বের করার চেষ্টা চলছে বলে ওসি জানান।
আরাপপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, রাউতাইল এলাকায় মেয়ের বাড়ি থেকে সকালে হাঁটতে বেরিয়েছিলেন আবদুস সামাদ। সাড়ে ৬টার দিকে পল্লী বিদ্যুৎ অফিসের সামনে পৌঁছালে ঝিনাইদহ থেকে চুয়াডাঙ্গাগামী একটি দ্রুতগতির পিকআপভ্যান তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন আবদুস সামাদ।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ৭টার দিকে তিন মারা যান। ভ্যানচালককে খুঁজে বের করার চেষ্টা চলছে বলে ওসি জানান।