ঝিনাইদহের মহেশপুর উপজেলায় মাদকাসক্ত স্বামীর কুড়ালের আঘাতে জুলিয়া খাতুন (২৩) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার (৬ মে) রাত ৮টার দিকে উপজেলার নেপা ইউনিয়নের সেজিয়া গ্রামের কালুনুতাপাড়ায় এ ঘটনা ঘটে।
ঘাতক স্বামীর নাম বাবলুর রহমান (২৭)। তিনি ঝিনাইদহের মহেশপুর উপজেলার সেজিয়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে। নিহত জুলিয়া একই এলাকার আবুল কালামের মেয়ে। নিহত জুলিয়া খাতুন তিন সন্তানের জননী।
স্থানীয়রা জানান, ওই স্বামী মাদকসেবী হওয়ায় তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগে থাকতো। আজও রাত ৮টার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে তর্কবিতর্কের এক পর্যায়ে স্বামী ঘরে থাকা কুড়াল দিয়ে স্ত্রীকে কুপিয়ে জখম করে। পরে প্রতিবেশীরা তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মারা যায়। খবর পেয়ে দ্রুত মহেশপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্বামী বাবলুর রহমানকে গ্রেফতার করে।
জীবননগর উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মোহা: রাকিবুর হোসেন বলেন, ওই গৃহবধূর মাথা ও পিঠে ধারালো অস্ত্রের কোপের জখম ছিল। হাসপাতালে আনার আগেই সে মারা যায়।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সেলিম মিয়া বলেন, পারিবারিক কলহের জের ধরে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে স্বামী উত্তেজিত হয়ে কুড়াল দিয়ে মাথায় আঘাত করে। পরে পরিবারের লোকজন পাশের জীবননগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমরা স্ত্রী হত্যাকারী বাবলুকে গ্রেফতার করেছি।