‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ এই ¯েøাগান নিয়ে টাঙ্গাইলে জাতীয় বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন এবং
সমকালের যৌথ উদ্যোগে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. আতাউল গনি। টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলার সভাপতিত্বে আয়োজিত প্রতিযোগিতায় বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম জেলা শাখার সহকারী প্রকল্প পরিচালক রমেশ চন্দ্র সরকার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন দৈনিক সমকালের টাঙ্গাইল প্রতিনিধি আবদুর রহিম।
প্রতিযোগিতায় বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। রানার আপ হয় যদুনাথ পাইলট উচ্চ বিদ্যালয়। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা হয় বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও দলনেতা রাইসা ফারহিন।
প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আটটি দল অংশ গ্রহণ করেন। পরে বিজয়ীদের মধ্যে ক্রেট ও সার্টিফিকেট বিতরণ করা হয়।