ঢাকা, শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১

টাঙ্গাইলে মামলা প্রত্যাহারের দাবিতে আইনজীবী সহকারীদের ঘন্টাব্যাপী মানববন্ধন

হাসান সিকদার, টাঙ্গাইল : | প্রকাশের সময় : বুধবার ২০ জুলাই ২০২২ ০৪:৫২:০০ অপরাহ্ন | দেশের খবর

টাঙ্গাইল জেলা শাখা আইনজীবী সহকারী (অ্যাডভোকেট র্ক্লাক) সমিতির সাধারণ সস্পাদকসহ ১২ জনের নামে মামলা প্রত্যাহারে দাবিতে মানববন্ধন হয়েছে। বুধবার দুপুরে আইনজীবী সহকারী সমিতির কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন হয়। মানববন্ধনে পাঁচ শতাধিক আইনজীবী সহকারী অংশ নেন।

এতে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সহকারী সমিতির সভাপতি শাজাহান মিয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মির্জা কামাল হোসেন, সাবেক সভাপতি ফরহাদ আলী, নুরুল হক, আব্দুল মান্নান সিকদার, সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন মিঞা ও আব্দুস ছালাম এবং হিসাব রক্ষক স্বপন কুমার দাস প্রমুখ। 

এসময় বক্তারা বলেন, ঘুষের টাকা লেনদেন নিয়ে আইনজীবী সহকারী সমিতির সাধারণ সম্পাদকসহ ১২ জনের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। দাবি না মানলে পরবর্তীতে আরো কঠোর আন্দোলন করা হবে।

মামলার বাদী জারীকারক মোহাম্মদ আজিজুল হক  বলেন, আসামীদের বিরুদ্ধে চার্জসীট ও ওয়ারেন্ট হয়েছে। আমরা চাই আইনগতভাবেই তাদের উপযুক্ত বিচার হোক।

উল্লেখ্য, গত ২৩ জুন এফিডেফিটের কাজ সম্পন্ন নিয়ে আদালতের কর্মচারীদের সাথে আইনজীবী সহকারীদের হাতাহাতির ঘটনা ঘটে। পরবর্তীতে জারীকারক মোহাম্মদ আজিজুল হক বাদি হয়ে সাধারণ সম্পাদক আরিফ হোসাইনের নাম উল্লেখ করে ১২ জনের নামে দ্রুত বিচার আইনের মামলা দায়ের করেন।