ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে চারুকলা ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।
শনিবার (২৯ এপ্রিল) বেলা ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ ভবন ও সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের ১০৬ কক্ষে এ পরীক্ষা শুরু হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বেলা ১১টায় কলা ভবন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন জানান, চারুকলা অনুষদের আট বিভাগে কোটাসহ ১৩০টি আসন রয়েছে। এতে আবেদন করেছে ৭ হাজার ৯৭ জন। প্রতি আসনের বিপরীতে ভর্তিচ্ছু ৫৪ জন। ফল প্রকাশের সম্ভাব্য তারিখ আগামী ২০ মে।