ঢাকা, বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪, ১৪ই অগ্রহায়ণ ১৪৩১

আইনজীবী হত্যার ঘটনায় মৌলভীবাজারে প্রতিবাদ সমাবেশ

মোঃ জালাল উদ্দিন,মৌলভীবাজার | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪ ০৩:২৬:০০ অপরাহ্ন | দেশের খবর

চট্টগ্রামে সহকারী কৌঁসুলি (এপিপি) অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ (৩৫) হত্যার ঘটনায় মৌলভীবাজারে প্রতিবাদ সমাবেশ করেছেন মৌলভীবাজার জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও শিক্ষার্থীরা এবং অন্যদিকে গায়বানা জানাজার নামাজ আদায় করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। একই সময়ে শ্রীমঙ্গল, কমলগঞ্জ ও বড়লেখা-সহ জেলার বিভিন্ন উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিভিন্ন এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে প্রতিবাদ সমাবেশটি অনুষ্ঠিত হয়।

মৌলভীবাজার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুনের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা ও দায়রা জজ আদালতে পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ড. মোঃ আব্দুল মতিন চৌধুরী, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বকশী জুবায়ের আহমদ ও সহকারী পাবলিক প্রসিকিউটর নজরুল, অতিরিক্ত সহকারী কৌঁসুলি অ্যাডভোকেট মোঃ দেলওয়ার হোসেন, অ্যাডভোকেট নেপুর আলী প্রমুখ।

এদিকে চট্টগ্রামে আদালত চত্বরে কুপিয়ে হত্যা করা আইনজীবী সাইফুল ইসলাম আলিফের গায়বানা জানাজার নামাজ আদায় করেছে মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।।

বুধবার (২৭ নভেম্বর) বাদ জোহর শহরের পশ্চিমবাজার জামে মসজিদে গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

এতে ইমামতি করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শহর শাখা সাহিত্য সম্পাদক মাওলানা শাহ মুস্তাকীম আলী। এ সময় উপস্থিত ছিলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সুমন ভূইয়া, জাকারিয়া ইমন-সহ অন্যান্যরা। জানাজার আগে বক্তব্য রাখেন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল আলা মওদূদ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রমুখ।

 

বায়ান্ন/এসএ