রাজধানীর হাজারীবাগ বাজারে একটি ট্যানারি গোডাউনে লাগা আগুন ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। তবে ভবনটিতে ফায়ার সেফটি প্ল্যান ছিল না বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
শুক্রবার (১৭ জানুয়ারি) সাংবাদিকদের এ কথা জানান ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স) লে. কর্নেল মো. তাজুল ইসলাম।
তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে তিন ঘণ্টা। আমাদের সক্ষমতার পুরোপুরি কাজে লাগানো যায়নি। পানির সংকট, ভেতরে দাহ্য বস্তু, উৎসুক জনতার ভিড় ও সরু রাস্তার কারণে ফায়ার সার্ভিসের সক্ষমতা কাজে লাগানো যায়নি।
তিনি আরও জানান, প্লাস্টিক, লেদারস দাহ্য বস্তুর কারখানা ছিল ভবনটিতে। তবে আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
ভবনে ফায়ার সেফটি প্ল্যান ছিল না জানিয়ে এ কর্মকর্তা বলেন, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কয়েকবার নোটিশ দেওয়া হয়েছিল।
এর আগে দুপুর ২টার দিকে আগুন লাগার এ ঘটনা ঘটে।
সরেজমিন ঘটনাস্থল ঘুরে দেখা যায়, সাত তলা ভবনের ৫ তলায় আগুন লাগলেও ষষ্ঠ ও সপ্তম তলায় আগুন ছড়িয়ে পড়েছে। ধোঁয়ার কুণ্ডলীতে ছেয়ে গেছে পুরো এলাকা। আতঙ্ক ছড়িয়ে পড়েছে মানুষের মাঝে। ফায়ার সার্ভিস কর্মীদের সঙ্গে যোগ দিয়েছিলেন বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যেহেতু এটি চামড়ার গোডাউন তাই সেখানে কেমিক্যালের উপস্থিতি থাকতে পারে। তবে এ বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ভেতরে থাকা এলপিজি গ্যাস সিলিন্ডারগুলো সরিয়ে নিয়েছেন ফায়ার সার্ভিস কর্মীরা।
বায়ান্ন/একে