ঢাকা, শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১
সড়ক দূর্ঘটনা এড়াতে ট্রাফিক এ্যাওয়ারনেস প্রোগ্রাম

তোমরা তোমাদের অভিষ্ট লক্ষ্যে পৌছাওঃ শিক্ষার্থীদের উদ্দেশ্যে পুলিশ সুপার তৌহিদুল ইসলাম

সঞ্জয় সাহা : | প্রকাশের সময় : বুধবার ২৯ জুন ২০২২ ০৭:০২:০০ অপরাহ্ন | দেশের খবর

তোমরা তোমাদের অভিষ্ট লক্ষ্যে পৌছাও। তোমরা তোমাদের অভিষ্ট লক্ষ্যে পৌছাতে পারবে এটাই আমার প্রত্যাশা। সড়ক দুর্ঘটনা এড়াতে এসকেএস স্কুল এন্ড  কলেজের  ছাত্রছাত্রীদের মাঝে সচেতনতামূলক ট্রাফিক এ্যাওয়ারনেস প্রোগ্রাম শীর্ষক  ২৯ জুন বুধবার গাইবান্ধার উত্তর হরিনসিংহাস্থ এসকেএস স্কুল এ্যান্ড কলেজে সচেতনতামূলক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে গাইবান্ধা জেলা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম।

তিনি আরো বলেন- একটি দূর্ঘটনা সারা জীবনের কান্না। অনাকাঙ্ক্ষিত সড়ক দুর্ঘটনা রোধে নিজেকে সচেতন হবে।সড়ক দুর্ঘটনার হাত থেকে বাচতে সকলকে হেলমেট পরিধান করতে হবে। চালক ও পথচারীদের অসচেতনতাভাবে চলাচলের কারনে সড়ক দূর্ঘটনা ঘটে থাকে। আর এতে করে পরিবার তার একমাত্র  উপার্জনক্ষম ব্যক্তিতে সারা জীবনের জন্য হারাতে হয়। সড়ক দূর্ঘটনা যাতে না হয় সে জন্য গুরুত্বপূর্ন মোড় বা স্থানগুলিতে মটর সাইকেল সহ অন্যান্য যানবাহনের গতি নিয়ন্ত্রনে রাখতে হবে।সে সাথে রাস্তা চলাচলের সময় ট্রাফিক সিগনাল মেনে চলতে শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।

বক্তব্য রাখেন- এসকেএস স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ আব্দুর ছাত্তার, এসকেএস ফাউন্ডেশন এর পরিচালক খোকন কুমার কুন্ডু, গাইবান্ধা ট্রাফিক অফিসার ইনচার্জ ( প্রশাসন) নূর আলম সিদ্দিক, ট্রাফিক অফিসার হেলাল উদ্দিন, শিক্ষার্থীদের মধ্যে ঋতৃ মনি, নাইম হাসান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- এসকেএস স্কুল এন্ড কলেজ সহকারি শিক্ষক লুৎফুর  নাহার।

এ সময় উপস্থিত ছিলেন-এসকেএস স্কুল এন্ড কলেজের উপাধাক্ষ্য অনামিকা সাহা, এসকেএস  ফাউন্ডেশন সোস্যাল ইন্টারপ্রাইজ সমন্বয়কারি আবু সাইদ সুমন, এসকেএস ফাউন্ডেশন পাবলিক রিলেশন এর সমন্বয়কারী আশরাফুল আলম, রেইনবো পেইন্টস এর গাইবান্ধা জোনাল ম্যানেজার আব্দুর রাজ্জাক সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।