ঢাকা, শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১

দাখিল ফলাফল: কাঞ্চনা আনওয়ারুল উলুম মাদ্রাসা সাতকানিয়ায় শীর্ষ

জোবাইর বিন জিহাদী, সাতকানিয়া (চট্টগ্রাম) : | প্রকাশের সময় : সোমবার ১৩ মে ২০২৪ ০৮:১৪:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন
২০২৪ সালের দাখিল পরিক্ষার ফলাফলে সাতকানিয়ায় প্রথম স্থান অর্জন করেছে কাঞ্চনা আনওয়ারুল উলুম ইসলামিয়া সিনিয়র (আলিম) মাদ্রাসা।
 
রবিবার উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ সেলিম উদ্দিনের সাক্ষরিত সাতকানিয়া উপজেলার দাখিল পরিক্ষার ফলাফলে এ তথ্য জানা যায়।
 
প্রকাশিত ফলাফল অনুযায়ী সাতকানিয়া থেকে ৩৩ টি মাদ্রাসার মোট ১ হাজার ৬৭৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।তন্মধ্যে শতকরা পাশের হারে সাতকানিয়ায় প্রথম স্থান দখল করে কাঞ্চনা আনওয়ারুল উলুম মাদ্রাসা।মাদ্রাসাটি থেকে ৫১ জন পরিক্ষার্থী অংশ নিয়ে ৫০ জন কৃতকার্য হয় এবং একজন পরিক্ষার্থী গণিতে ফেল করে।যার শতকরা পাশের হার ৯৮.০৪।এছাড়াও প্রতিষ্ঠানটি থেকে পাঁচজন পরিক্ষার্থী জিপিএ-৫ প্রাপ্ত হয়।এছাড়াও শতকরা ৯৬.৪৯ পাশের হারে সাতকানিয়ায় ২য় স্থানে রয়েছে কেওচিয়া মুজাহেরুল হক ইস: দা: মাদ্রাসা এবং শতকরা ৯৬.২৩ পাশের হারে ৩য় স্থান দখল করে দারুল ইহসান মহিলা দাখিল মাদ্রাসা।তবে শতকরা পাশের হারে দারুল ইহসান মহিলা দাখিল মাদ্রাসা তৃতীয় স্থানে হলেও জিপিএ-৫ প্রাপ্তির হিসেবে সাতকানিয়ায় শীর্ষে রয়েছে প্রতিষ্ঠানটি।যার জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ১৩জন।
 
এছাড়াও শতকরা পাশের হারে সাতকানিয়ায় প্রথম স্থান দখল করা কাঞ্চনা আনওয়ারুল উলুম ইসলামিয়া সিনিয়র (আলিম) মাদ্রাসার অধ্যক্ষ জাতীয় শিক্ষা সপ্তাহে সাতকানিয়ায় শ্রেষ্ঠ অধ্যক্ষ এবং হামদ প্রতিযোগিতায় অষ্টম শ্রেণির শিক্ষার্থী আকিব শ্রেষ্ঠ হওয়ায় ইতিমধ্যে প্রশংসায় ভাসছেন প্রতিষ্ঠানটি।