ঢাকা, বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪, ২৮শে অগ্রহায়ণ ১৪৩১

দিনাজপুরে কৃষক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

মোঃ ইউসুফ আলী, দিনাজপুর | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪ ০৫:৩৪:০০ অপরাহ্ন | দেশের খবর

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুর জেলা শাখার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে শহরের জেলরোডস্থ্ দিনাজপুর জেলা বিএনপি'র দলীয় কার্যালয়ে জেলা কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল। 

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের এক নং সদস্য মোঃ মনজুরুল ইসলাম মঞ্জু।

জেলা কৃষক দলের আহবায়ক (৭ নং উতরাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান) মোহাম্মদ নুরুজ্জামান সরকার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কৃষক দল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক ইনসান আলম আক্কাস, কৃষক দল কেন্দ্রীয় সংসদের সদস্য মোঃ শাহিন খান।

জেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ মজিবর রহমান মজিব এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল, প্রচার  সম্পাদক বাবু চৌধুরী, জেলা কৃষক দলের সাবেক সভাপতি আফতাব উদ্দিন আহমেদ মণ্ডল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম, জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম পাভেল, যুগ্ন আহবায়ক মোঃ নুর আলম, মোঃ মমতাজুল আলম স্বপন, মোঃ আরিফুল ইসলাম, মোঃ হামিদুল ইসলাম, মোঃ লাইজুর রহমান রহমান লিপু, মোঃ আখতারুজ্জামান সবুজসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শুরুতেই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বেলুন-ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন কেন্দ্রীয় কৃষক দল ও জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ