দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিক ভাবে আজ বেলা ১২টায় বোর্ডের কর্মকর্তারা সাংবাদিকদের সামনে প্রকাশ করেন।
দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষায় ৮টি জেলার ২হাজার ৬৭৬টি স্কুলের মোট ১লক্ষ ৯৩হাজার ৪১২জন শিক্ষার্থী অংশ গ্রহন করে। যার মধ্যে পাশ করেছে ১লক্ষ ৮৩ হাজার ৩৬২ জন শিক্ষার্থী। দিনাজপুর শিক্ষা বোর্ডে এবার পাশের হার শতকরা ৯৪ দশমিক ৮০ শতাংশ। জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ১৭ হাজার ৫৭৮ জন। এবারে করোনা মহামারীর কারনে সংক্ষিপ্ত সিলেবাসে মোট ৩টি বিষয়ের উপর পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং পরীক্ষা শেষের একমাসের মধ্যে ফলাফল প্রদান করা হয়।