ঢাকা, বুধবার ২২ জানুয়ারী ২০২৫, ৯ই মাঘ ১৪৩১

দুবাইয়ে সড়কে প্রাণ গেলো সিলেটের যুবকের

সিলেট ব্যুরো : | প্রকাশের সময় : মঙ্গলবার ১৫ অক্টোবর ২০২৪ ০৮:৩৬:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে সড়ক দুর্ঘটনায় তুহিন মিয়া (২৬) নামের সিলেটের ফেঞ্চুগঞ্জের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ফেঞ্চুগঞ্জ উপজেলার ছত্তিশ গ্রামের আব্দুল্লাহ মিয়ার ছেলে।

 

রবিবার (১৩ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় দুবাই শহরের আল-কুজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মারা যান তুহিন।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, তুহিন দুবাইতে থাকেন। রবিবার বিকেলে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারা যান। তার লাশ দেশে নিয়ে আসার প্রক্রিয়া চলছে।