ঢাকা, রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

দুর্নীতিবাজ প্রধান শিক্ষক রণতোষ মল্লিকের অপসারণ ও আইনানুগত ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন

রকিব উদ্দিন রকি, রাঙামাটি : | প্রকাশের সময় : রবিবার ৮ সেপ্টেম্বর ২০২৪ ০৭:১১:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন
রাঙামাটির রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অপসারণের দাবিতে সাবেক ও বর্তমান সকল শিক্ষার্থীদের সমন্বয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
 
রবিবার সকালে শহরের জিমনেসিয়ান মাঠ প্রাঙ্গণ হতে প্রধান শিক্ষক রণতোষ মল্লিকের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে মানববন্ধন অনুষ্ঠিত হয়। আগে ও এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে নারী কেলেংকারী, নারী শিক্ষার্থীর গায়ে হাত দেওয়াসহ বিদ্যালয়ের বিভিন্ন অনিয়ম দুর্নীতির তুলে ধরে প্রতিবাদ করেছেন শিক্ষক,৷ অভিভাবক ও জনপ্রতিনিধিরা।
 
প্রধান শিক্ষক রণতোষ মল্লিকের দীর্ঘ দিনের প্রতিষ্ঠানিক অনিয়ম দুর্নীতি, শিক্ষক কর্মচারিদের কাছ থেকে অনৈতিক সুবিধা আদায়সহ বিভিন্ন দাবি দাওয়া এবং শিক্ষার পরিবেশ নৎসাধ করার প্রতিবাদে বিক্ষোভ মিছিলসহ মানববন্ধন করেছেন সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। প্রধান শিক্ষকের আর্থিক ও প্রশাসনিক দুর্নীতির বিরুদ্ধে আজ ছাত্র সমাজ, সুশীল সমাজ, অভিভাবক, জনপ্রতিনিধি, সাংবাদিক সবাই মিলিত হয়েছেন এই মাবনবন্ধনে। এই প্রধান শিক্ষক রণতোষ মল্লিক আওয়ামী লীগের ছত্র-ছায়ায় থেকে বিদ্যালয়ে প্রচুর অনিয়ম-দুর্নীতি করেছে।
 
এদিকে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রণতোষ মল্লিক সম্পদের পাহাড় গড়েছেন এমন অভিযোগ স্কুল শিক্ষার্থী ও অভিভাবকদের। জানা গেছে, চম্পক নগর এলাকায় জমি কিনে ভবন নির্মাণ, কেকে রায় জমি ক্রয়সহ নামে বেনামে সম্পদ গড়ে তুলেছে। নিজ স্ত্রীকে বিধি বহিঃভুত চাকরি অনিয়মের মাধ্যমে নিজ স্কুলে চাকরি দিয়েছেন। ভুয়া বিল ভাউচার করে স্কুলের বিপুল পরিমান টাকা আত্মসাৎ করেছেন। স্কুলে চাকরি দেবে বলে শিক্ষক কর্মচারিদের কাছ থেকে বিপুল পরিমান টাকা নিয়েছেন। তার সম্পদ ও পদ বাঁচাতে এই শিক্ষক বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যানার নেতৃত্ব দিয়ে থাকে।
 
রণতোষের ষড়যন্ত্রের শিকার হয়ে চাকরি হারানো মনির হোসেন বলেন, আমার কাছে টাকা চেয়েছিল আমি টাকা দিতে না পারায় আমাকে চাকরিচ্যুত করে। এভাবে শিক্ষক ও কর্মচারিদের চাকরিচ্যুত করেন এই প্রধান শিক্ষক।
 
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য ও শিক্ষানুরাগি মিস নিরুপা দেওয়ান, স্কুলের চাকরিচুত ব্যক্তি, পহেলা চাকমা, মনিহ চাকমা, সোহাগ খীসা ও তুহিন চাকমসহ আরো অনেকে।
 
মানববন্ধন শেষে রাঙামাটি সদর উপজেলাধীন রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণতোষ মল্লিক-এর আর্থিক ও প্রশাসনিক দুর্নীতি, অদক্ষতা ও অসদাচরণ এবং বেআইনী কার্যকলাপের প্রেক্ষিতে তাঁকে প্রধান শিক্ষক পদ থেকে অপসারণ ও অপরাধের দায়ে আইনানুগত ব্যবস্থা গ্রহণের জন্য অত্র বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, অভিভাবক ও নাগরিক সমাজের প্রতিনিধিগণের পক্ষ থেকে জেলা প্রশাসক এর মাধ্যমে শিক্ষা উপদেষ্টা, শিক্ষা মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সমীপে স্মারকলিপি প্রদান করেন।
 
অপর দিকে রণতোষ মল্লিকের অনিয়ম দুর্নীতি ধামা-চাপা দিতে ভাড়া করে কিছু ছাত্র নামধারী শিক্ষার্থী দিয়ে তার স্কুলের সামনে তার পছন্দের গুটি কয়েকজন শিক্ষার্থী দিয়ে পাল্টা মানববন্ধন করেছেন।
 
পাল্টা মানববন্ধন থেকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী অর্নব দাশ বলেন, প্রধান শিক্ষক স্যার আমাদের হাতে ব্যনার ধরিয়ে দিয়ে এখানে দাঁড় করিয়ে দিয়েছেন। তাই আমরা সবাই এইখানে দাঁড়িয়ে আছি।