সুনামগঞ্জের দোয়ারাবাজারে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে গুরুতর আহত নজির হোসেন (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর জানান, সোমবার (১৩ ডিসেম্বর) সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, রবিবার সকাল ১১টায় উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের জালালপুর গ্রামের মদরিস আলী এবং মান্নারগাঁও গ্রামের নজির হোসেনের লোকজন হাওরে গরুর ধান খাওয়া নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। একপর্যায়ে পুলিশ ও এলাকাবাসী এসে পরিস্থিতি শান্ত করে আহতদের চিকিৎসার জন্য সিলেটে পাঠান। সোমবার সেখানে নজির মারা যান।
দোয়ারাবাজার থানার ওসি বলেন, ‘নজির হোসেনের লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালের মর্গে রাখা আছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।