ঢাকা, সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

দোয়ারাবাজারে সংঘর্ষে বৃদ্ধ নিহত

সুনামগঞ্জ প্রতিনিধি : | প্রকাশের সময় : রবিবার ১৪ এপ্রিল ২০২৪ ০৮:১৫:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

সুনামগঞ্জের দোয়ারাবাজারের পল্লীতে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে প্রাণ গেল মিয়া হোসেন (৬৫) নামে এক বৃদ্ধের। তিনি দোয়ারাবাজার সদর ইউনিয়নের লামা সানিয়া গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৩ এপ্রিল) বিকালে একই গ্রামের হেলাল মিয়ার (হ্যালো) বোরো জমিতে মিয়া হোসেনের গরুর ধান খাওয়া নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে দেশিয় অস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়েন উভয়পক্ষ। সংঘর্ষে  ঘটনাস্থলেই প্রাণ হারান মিয়া হোসেন।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ বদরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশের ময়না তদন্ত হবে। পরিবারের পক্ষ থেকে মামলা দেওয়া হলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।