ঢাকা, সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

বড়দিন ২০২৪ উপলক্ষে আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজ এর বাণী প্রদান

অনিক কর্মকার | প্রকাশের সময় : সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪ ০৫:৪০:০০ অপরাহ্ন | জাতীয়

বড়দিন উপলক্ষে উৎসবমুখর পরিবেশে আজ সোমবার (২৩ ডিসেম্বর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজ বিশেষ বাণী প্রদান করেছেন। রাজধানীর সেন্ট মেরি ক্যাথেড্রাল চার্চে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই বাণী দেন।

আর্চবিশপ তার বক্তব্যে ভালোবাসা, সহনশীলতা এবং শান্তির গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, বড়দিন শুধুমাত্র আনন্দ আর উৎসবের দিন নয়, এটি মানবতার প্রতি দায়িত্বশীলতার একটি বিশেষ উপলক্ষ। যিশু খ্রিস্ট আমাদের শিখিয়েছেন, ভালোবাসা এবং ক্ষমাই পারে পৃথিবীকে শান্তিময় করে তুলতে।

তিনি আরও বলেন, আজকের দিনে আমরা প্রতিজ্ঞা করি, সমাজ থেকে হিংসা, বিদ্বেষ ও বিভেদ দূর করতে একসাথে কাজ করব। আমরা সবাই একটি পরিবার, এবং এই বড়দিন আমাদের মনে করিয়ে দেয় একে অপরের প্রতি আমাদের দায়িত্বের কথা।

বড়দিন উপলক্ষে রাজধানীর বিভিন্ন গির্জায় প্রার্থনা এবং সঙ্গীত পরিবেশনার আয়োজন করা হয়। এছাড়াও এদিনে দুস্থ ও অসহায় মানুষের মধ্যে খাদ্য এবং উপহার সামগ্রী বিতরণ করা হবে।

বড়দিনের এই আয়োজনকে কেন্দ্র করে গির্জাসমূহে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। ঢাকার বিভিন্ন চার্চে আলোকসজ্জা ও বিশেষ প্রার্থনার আয়োজনও লক্ষ করা গেছে।

উল্লেখ্য, বড়দিন খ্রিস্টান সম্প্রদায়ের একটি প্রধান ধর্মীয় উৎসব, যা প্রতি বছর ২৫ ডিসেম্বর পালিত হয়।

 

বায়ান্ন/এএস/একে