মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার চৈত্রঘাট এলাকায় ধলাই নদীর বন্যা প্রতিরক্ষা বাঁধ ভেঙে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। তীব্র স্রোতে প্রায় ২শ' ফুট এলাকায় নদী ভাঙন দেখা দিয়েছে।
স্থানীয়রা জানান, উজানের ঢল ও স্থানীয় বৃষ্টিপাতের ফলে মঙ্গলবার রাত তিনটার দিকে বাঁধে ফাটল ধরে। ধীরে ধীরে পানি চুঁইয়ে লোকালয়ে প্রবেশ করতে শুরু করে। বুধবার বেলা ১টার দিকে বাঁধের প্রায় ২শ' ফুট এলাকা ভেঙে আশেপাশের গ্রামগুলোতে পানি প্রবেশ করতে থাকে। এদিকে বেলা ১টার পর থেকে শ্যামেরকোনা বাজারের অদূরে মৌলভীবাজার-কমলগঞ্জ সড়কের উপর দিয়ে প্রবাহিত হওয়ায় এই সড়কে যান চলাচলে সাময়িক সমস্যা দেখা দিয়েছে। সড়কে এক থেকে দেড় ফুট পানি রয়েছে। তবে প্রাইভেট কার, সিএনজি অটোরিকশা ও টমটম চলাচল করতে দেখা গেছে।
এদিকে কয়েক ঘন্টার মধ্যে উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের ছয়কুট, মুন্সীবাজার, চৈত্রঘাট, প্রতাপীসহ আশেপাশের গ্রামগুলোতে পানি উঠতে শুরু করেছে। এসব গ্রামের নিম্নাঞ্চল ভরাট হয়ে পানি ঘরবাড়িতেও উঠতে শুরু করেছে।