ঢাকা, শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১

নওগাঁয় ট্রাক্টর চাপায় ২ জনের মৃত্যু

আমিনুল জুয়েল, নওগাঁ | প্রকাশের সময় : শুক্রবার ২১ জানুয়ারী ২০২২ ০২:২৮:০০ অপরাহ্ন | জাতীয়

 

 

নওগাঁর পত্নীতলা উপজেলায় ট্রাক্টরের চাপায় ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন-পত্নীতলা উপজেলার বড় মহরন্দী গ্রামের জুয়েল হোসনের স্ত্রী বুলবুলি খাতুন (৪২) ও একই এলাকার মৃত ময়েজ উদ্দিনের ছেলে ফারুক হোসেন (৬০)। এতে গুরুতর আহত হয়েছেন মনরন্দী গ্রামের কাদের হোসেনের ছেলে ভ্যানচালক ফজলুর রহমান।

 

আজ শুক্রবার সকাল ১০টার দিকে পতœীতলা উপজেলার সাপাহার-নজিপুর আঞ্চলিক সড়কের নকুচা মোড়ে এ ঘটনা ঘটে।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে ভ্যানযোগে বুলবুলি ও ফারুক বড় মহরন্দী থেকে স্থানীয় মধুইল বাজারে যাচ্ছিলেন। নকুচা মোড়ে তাদের ভ্যানের চাকা ভেঙে যায়। এ সময় সাপাহার থেকে আসা একটি ট্রাক্টর ভ্যানটিকে চাপা দিয়ে উল্টে যায়। ঘটনাস্থলেই বুলবুলির মৃত্যু হয়।

 

দুর্ঘটনায় আহত ফারুককে উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ভ্যানচালক কাদের হোসেন হাসপাতালে চিকিৎসাধীন।

 

পত্নীতলা থানার ওসি শামছুল আলম শাহ দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ঘাতক ট্রাক্টটি রেখে চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাঁদের আটক করা যায়নি। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।