ঢাকা, বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪, ২৮শে অগ্রহায়ণ ১৪৩১

নবীনগরে দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

মো. কামরুল ইসলাম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪ ০৬:১৫:০০ অপরাহ্ন | দেশের খবর

বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সহযোগী সংগঠন দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)এর উদ্যাগে নবীনগর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। এ কর্মসূচির ৪র্থ দিনে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের গোপালপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ ও  দশম শ্রেণি হতে বাছাইকৃত গরীব ও মেধাবী ৪৯ জন শিক্ষার্থীর মাঝে  দুর্নীতি প্রতিরোধমূলক বিভিন্ন শ্লোগান লেখা সম্বলিত স্কেল, টিফিন বক্স, খাতা, ছাতাসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি প্রতিরোধ কমিটি নবীনগর উপজেলা শাখার সভাপতি আবু কামাল খন্দকার। স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী এতে সভাপতিত্ব করেন। দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন শান্তি তার স্বাগত বক্তব্যে শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠের মধ্য দিয়ে শিক্ষার্থীদের প্রেরণামূলক গান গেয়ে, কবিতা আবৃত্তি ও স্লোগানে অনুষ্ঠানটিকে মুখরিত করে তোলেন। 

বক্তব্য রাখেন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মাহাবুব আলম লিটন, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য মোবারক হোসেন, নিলুফা আক্তার, সরাজিব আহম্মেদ, সহকারী প্রধান শিক্ষক মোঃ শহিদুল্লাহ, সহকারী শিক্ষক মুনমুন সরকার, ছাত্রী মারিয়া সরকার, সততা সংঘের সভাপতি মাওয়া ইসলাম, সেক্রেটারী শেখ আরিফিন রিয়াজ প্রমুখ। 

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ