ঢাকা, সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

নাটোরে জাতীয় সমাজ সেবা দিবস-২০২২ উদযাপন

নাটোর প্রতিনিধি : | প্রকাশের সময় : সোমবার ৩ জানুয়ারী ২০২২ ০৩:৫৮:০০ অপরাহ্ন | দেশের খবর

মুজিব বর্ষের সফলতা, ঘরেই পাবেন সকল ভাতা” এই পতিপাদ্য নিয়ে নাটোরে জাতীয় সমাজ সেবা দিবস ২০২২ উদযাপন করা হয়েছে। এই উপলক্ষে আজ রবিবার বেলা ১১ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামিম আহম্মেদ।বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারোয়ার, সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক মোস্তাফিজুর রহমান, জেলা দুপ্রক সভাপতি আব্দুল রাজ্জাক, বিশিষ্ট শিক্ষাবিদ অলোক মৈত্র, সমাজ সেবা অধিদপ্তরের সহকারি পরিচালক শাহাদৎ হোসেন প্রমুখ।

এই সময বক্তারা বলেন, এই সরকার জনগনের সেবক হয়ে কাজ করছে। বিধবা ভাতা, প্রতিবন্ধি ভাতা ,স্বল্প সুদে হত দরিদ্রদের মাঝে ঋণ প্রদান করছে। এখন সব কাজই ডিজিটাল মাধ্যমে করা হচ্ছে।