ঢাকা, শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১

নানা কর্মসুচির মধ্য দিয়ে নাটোর মুক্ত দিবস পালিত

Author Dainik Bayanno | প্রকাশের সময় : মঙ্গলবার ২১ ডিসেম্বর ২০২১ ০৫:০৬:০০ অপরাহ্ন | জাতীয়

নানা কর্মসুচির  মধ্য দিয়ে নাটোর মুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭ টায় ফুলবাগান সেক্টর কমান্ডার ফোরাম  মুক্তিযুদ্ধ' ৭১ এর কার্যালয় জাতীয় পতাকা উত্তোলন।  সাবেক কমান্ডার যুদ্ধহত বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল হোসেনের নেতৃত্বে ফুলবাগান শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পন করা হয়  ।

পরে মুক্তিযোদ্ধারা বিজয় রেলি ও অস্ত্র সজ্জিত গাড়ি বহরে মহড়া প্রদর্শন করেন শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা এসে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন সাবেক কমান্ডার যুদ্ধহত বীর মুক্তিযোদ্ধা ও সেক্টর কমান্ডার ফোরাম '৭১ এর সদর উপজেলা সভাপতি মোঃ আবুল হোসেন, সেক্টর কমান্ডার ফোরাম মুক্তিযুদ্ধ '৭১ এর জেলা সভাপতি মোঃ আশরাফুল হোসেন লালা, সাধারণ সম্পাদক শেখ মোঃ ইউসুফ, কোম্পানি কমান্ডার জনাব আলী জুরান সহ বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডা কাউন্সিল ও বীর মুক্তিযোদ্ধা বিরঙ্গনা গন।


অপরদিকে  দিবসটি পালনে মঙ্গলবার সকাল ১০টায় শহরের কানাইখালি এলাকা থেকে বীরমুক্তিযোদ্ধ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উদ্যোগে একটি বিজয় র‌্যালি বের করা হয়। র‌্যালিটি মাদ্রাসা মোড়ের স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। এসময় শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পন করেন মুক্তিযোদ্ধারা। পরে সেখানে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধ সংসদের সাবেক ডেপুটি কমান্ডার হাবিবুর রহমান, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব সৈয়দ মোস্তাক আলী মুকুল,  যুগ্ম আহবায়ক মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম নান্টু, মুক্তিযোদ্ধা সন্তান সৈয়দ মোর্ত্তজা আলী বাবলুসহ বীর মুক্তিযোদ্ধা বৃন্দ।
তেবাড়িয়া ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সন্ত্রাসী হামলায় আহত
নাটোরে সন্ত্রাসী হামলায় তেবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন। গতকাল সোমবার দুপুরে বনবেলঘরিয়া বাইপাস মোড়ে এই ঘটে । আহত আব্দুল কাদের নাটোর হাসপাতালে চিকিৎসা নিয়ে বর্তমানে বাড়িতে অবস্থান করছেন।


পুলিশ ও আহত আব্দুল কাদের জানান, পূর্ব বিরোধের জের ধরে সন্ত্রাসী হিমেল ও শিবলু আব্দুল কাদেরের ওপর হামলা চালায়। এসময় ধারালো আস্ত্রের আঘাতে আব্দুল কাদের গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রচিকিৎসা নিয়ে আব্দুল কাদের আজ সকালে বাড়ি ফিরে যান। এ ঘটনায় নাটোর থানায় একটি অভিযোগ দাখিল  করা হয়েছে।