ঢাকা, শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১

নড়াইলে ‘কিশোর গ্যাং ও কিশোর অপরাধ প্রতিরোধ বিষয়ে করণীয় শীর্ষক’ আলোচনা সভা

ফরহাদ খান, নড়াইল : | প্রকাশের সময় : সোমবার ১৫ জুলাই ২০২৪ ০৭:৩৬:০০ অপরাহ্ন | খুলনা

নড়াইলে ‘কিশোর গ্যাং ও কিশোর অপরাধ প্রতিরোধ বিষয়ে করণীয় শীর্ষক’ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা ‘এসো সমাজ গড়ি’র আয়োজনে রোববার (১৪ জুলাই) দুপুরে নড়াইল চেম্বার অফ কমার্স ভবনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী।

 

বিশেষ অতিথি ছিলেন-জাতীয় সংসদের হুইপ মাশরাফি বিন মর্তুজার ব্যক্তিগত কর্মকর্তা জাহিদুল ইসলাম।

 

এসো সমাজ গড়ি সংস্থার সভাপতি ফরহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন-খুলনা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক চিত্রশিল্পী বিমানেষ বিশ্বাস, জেলা সমাজসেবা কার্যালয়ের প্রভেশনাল অফিসার বাপ্পী কুমার সাহা, ব্র্যাকের জেলা সমন্বয়কারী মোহাম্মদ জাহিদুল ইসলাম, এসো সমাজ গড়ির নির্বাহী পরিচালক এবিএম খালেদুর রহমান, চিত্রা থিয়েটারের সাধারণ সম্পাদক নাজমুল হাসান লিজাসহ অনেকে। বক্তারা, কিশোর গ্যাং ও কিশোর অপরাধ প্রতিরোধে বিভিন্ন মতামত তুলে ধরেন।