ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের কার্যালয়, ৩ আওয়ামী লীগ নেতার বাড়িসহ বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে আন্দোলনকারীরা। এছাড়াও ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয় জেলা শিল্পকলা একডেমীতে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
কারফিউ উপেক্ষা করে সকাল ১১ টায় শহরের হামদহ এলাকা থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে। অপরদিকে শহরের ওয়াজির আলী স্কুল এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে বিএনপির নেতাকর্মীরা। শহরের দু’দিক থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে হাটের রাস্তায় জমায়েত হয়। সেখান থেকে আবারো মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন স্থান ঘুরে পায়রা চত্বরে এসে শেষ হয়। সেখানে অবস্থান নিয়ে নানা শ্লোগান দিতে থাকে আন্দোলনকারীরা। বেলা সাড়ে ১২ টার দিকে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় ও জেলা শিল্পকলা একাডেমী, পৌরসভা ভাংচুরসহ অগ্নিসংযোগ করা হয়। পরে জেলা আওয়ামী লীগের সভাপতি সফিকুল ইসলাম অপু, সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, আওয়ামী লীগ নেতা মোকাদ্দেস হোসেনের বাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়।