ঢাকা, বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪, ২৮শে অগ্রহায়ণ ১৪৩১

পঞ্চগড়ে মোটরসাইকেলের ধাক্কায় আহত পথচারীর মৃত্যু

একেএম বজলুর রহমান, পঞ্চগড় | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪ ০৭:৩৭:০০ অপরাহ্ন | দেশের খবর

পঞ্চগড়ে মোটরসাইকেলের ধাক্কায় কালু মিঞা (৮০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এর আগে গত মঙ্গলবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় পঞ্চগড় সদর ইউনিয়নের জগদল এলাকায় বসুনিয়াপাড়া-জগদল আঞ্চলিক সড়কে দুর্ঘটনার শিকার হন তিনি।  

নিহত কালু মিঞার বাড়ি একই ইউনিয়নের সর্দারপাড়া এলাকায়। 

পঞ্চগড় সদর উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল ইমরান বলেন, বুধবার সন্ধ্যায় বাড়ির বাইরের রাস্তা দিয়ে হাঁটার সময় মোটরসাকেলের ধাক্কায় গুরুতর আহত হন কালু মিঞা। এ অবস্থায় কালুকে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল ও পরে রংপুরে মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে রংপুর থেকে তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতলে ফিরিয়ে আনা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে মারা যান কালু মিঞা।

তিনি আরও বলেন, ঘটনার পর পর চালক মোটরসাকেলটি নিয়ে পালিয়ে যান।

বায়ান্ন/প্রতিনিধি/একে